আর নয় পাকা চুলের সমস্যা, এই প্রাচীন উপায় করবে ম্যাজিকের মত কাজ! পাবেন মনের মত কালো চুল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How To Make Your White Hair Black Forever: আজকাল চুল অকালে পেকে যাওয়া বা সাদা হয়ে যাওয়ার সমস্যা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার চুল কালো করার ম্যাজিক্যাল উপায়।
advertisement
advertisement
advertisement
আমকি এবং মেহেন্দি প্যাক: প্রাকৃতিকভাবে চুল কালো করতে আমলকি এবং মেহেন্দি খুবই কার্যকরী। ১ কাপ মেহেন্দি গুঁড়ো, ২ চা চামচ আমলকি গুঁড়ো, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ দই নিন এবং একটি পাত্রে মেহেন্দি গুঁড়ো এবং আমলা গুঁড়ো মিশিয়ে নিন। এতে লেবুর রস এবং দই যোগ করুন এবং ভাল করে মেশান। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। এর পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
advertisement
advertisement