10 Best Family Dogs: এই দশ কুকুর বাড়িতে পোষার জন্য সেরা! বাচ্চাদের এরা খুব ভালবাসে! জেনে নিন দাম থেকে স্বভাব-স্বাস্থ্য!

Last Updated:
10 Best Family Dogs: বাড়িতে ছোট বাচ্চা থাকলেও ভয় নেই। রাখতে পারেন এদের। সেরা পোষ্য! জেনে নিন এই সেরা দশ পোষ্য কুকুরের দাম থেকে শুরু করে স্বাস্থ্য-স্বভাব!
1/10
Labrador Retriever: ল্যাব আয়তনে অনেক বড় হলেও ভীষণ ভাল জাতের কুকুর। বন্ধুত্ব করতে এদের জুড়ি মেলা ভার। ট্রেনিং দেওয়া সহজ। বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডলি হয়। দারুণ এনার্জি হয় এদের। এদেরকে খুব বেশি চর্চা না করলেও চলে। সপ্তাহে একদিন স্নান ও ব্রাশ করলেই হল। এদের আয়ু সাধারণত ১০ থেকে ১২ বছর। তবে ব্যতিক্রম আছে। এই কুকুরের দাম ৯ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত হতে পারে।
Labrador Retriever: ল্যাব আয়তনে অনেক বড় হলেও ভীষণ ভাল জাতের কুকুর। বন্ধুত্ব করতে এদের জুড়ি মেলা ভার। ট্রেনিং দেওয়া সহজ। বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডলি হয়। দারুণ এনার্জি হয় এদের। এদেরকে খুব বেশি চর্চা না করলেও চলে। সপ্তাহে একদিন স্নান ও ব্রাশ করলেই হল। এদের আয়ু সাধারণত ১০ থেকে ১২ বছর। তবে ব্যতিক্রম আছে। এই কুকুরের দাম ৯ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত হতে পারে।
advertisement
2/10
Bulldog: বাচ্চাদের সঙ্গে এদের খুব ভাল বন্ধুত্ব হয়। বাড়িতে রাখার জন্য ভীষণ ভাল এই কুকুর। শান্ত, বুদ্ধিমান এবং প্রভুভক্ত হয়। তবে এরা একটু আলসে হয়। শরীর ঠিক রাখার জন্য রোজ এদের হাঁটাতে হবে। এরা সাধারণত ১০ থেকে ১২ বছর বাঁচে। খুব ভাল মেজাজ। অহেতু ডাকে না। সপ্তাহে একবার এদের পরিচর্যা দরকার। ভারতে দাম ৪০ হাজার থেকে শুরু। ৮৫ হাজার পর্যন্ত হতে পারে। photo source collected
Bulldog: বাচ্চাদের সঙ্গে এদের খুব ভাল বন্ধুত্ব হয়। বাড়িতে রাখার জন্য ভীষণ ভাল এই কুকুর। শান্ত, বুদ্ধিমান এবং প্রভুভক্ত হয়। তবে এরা একটু আলসে হয়। শরীর ঠিক রাখার জন্য রোজ এদের হাঁটাতে হবে। এরা সাধারণত ১০ থেকে ১২ বছর বাঁচে। খুব ভাল মেজাজ। অহেতু ডাকে না। সপ্তাহে একবার এদের পরিচর্যা দরকার। ভারতে দাম ৪০ হাজার থেকে শুরু। ৮৫ হাজার পর্যন্ত হতে পারে। photo source collected
advertisement
3/10
Golden Retriever: বাড়িতে রাখার জন্য খুব ভাল কুকুর। কথা শোনে। ট্রেনিং দেওয়া সহজ। আলসে নয়। বাচ্চাদের পছন্দ করে। অহেতুক ডাকে না। ভুলেও কামড়ায় না! খেলতে ভালবাসে। মাঝে মধ্যে লোম কাটাতে হয়। সপ্তাহে একদিন পরিচর্যা দরকার। ১০ থেকে ১২ বছর বাঁচে। ভারতে এর দাম পনেরশো টাকা থেকে শুরু করে ৪০ হাজার পর্যন্ত হতে পারে। photo source collected
Golden Retriever: বাড়িতে রাখার জন্য খুব ভাল কুকুর। কথা শোনে। ট্রেনিং দেওয়া সহজ। আলসে নয়। বাচ্চাদের পছন্দ করে। অহেতুক ডাকে না। ভুলেও কামড়ায় না! খেলতে ভালবাসে। মাঝে মধ্যে লোম কাটাতে হয়। সপ্তাহে একদিন পরিচর্যা দরকার। ১০ থেকে ১২ বছর বাঁচে। ভারতে এর দাম পনেরশো টাকা থেকে শুরু করে ৪০ হাজার পর্যন্ত হতে পারে। photo source collected
advertisement
4/10
Beagle: ছোট বেলায় খুব দুষ্টু হয়। লন্ডভন্ড করে ফেলে বাড়ি। কিন্তু ৬ মাস বয়স থেকেই দারুণ বুঝদার হয়ে ওঠে এরা। বাচ্চা শুধু নয়, পরিবারের সকলকে ভালবাসে। কখনও কামড়াতে আসে না। অহেতুক ডাকে না। সপ্তাহে একদিন পরিচর্যা দরকার! ১০ থেকে ১৫ বছর বাঁচে। বাড়িতে রাখার জন্য দারুণ পোষ্য এরা। ভারতে এর দাম ১৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যে। photo source collected
Beagle: ছোট বেলায় খুব দুষ্টু হয়। লন্ডভন্ড করে ফেলে বাড়ি। কিন্তু ৬ মাস বয়স থেকেই দারুণ বুঝদার হয়ে ওঠে এরা। বাচ্চা শুধু নয়, পরিবারের সকলকে ভালবাসে। কখনও কামড়াতে আসে না। অহেতুক ডাকে না। সপ্তাহে একদিন পরিচর্যা দরকার! ১০ থেকে ১৫ বছর বাঁচে। বাড়িতে রাখার জন্য দারুণ পোষ্য এরা। ভারতে এর দাম ১৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যে। photo source collected
advertisement
5/10
Pug: ছোট্ট মিষ্টি এই পোষ্যের মুখ দেখলেই প্রেমে পড়ে যাবেন! বাচ্চা থেকে বাড়ির সকলকে এরা খুব ভালবাসে। কখনও কামড়ায় না। মেজাজ হারায় না। তবে পাগকে খুব যত্ন নিতে হয়। রোজ পরিচর্যা দরকার। ইনফেকশন যাতে না হয় দেখতে হবে। ছোট্ট ফ্ল্যাটেও এরা ভাল থাকে। একটু ব্যায়াম দরকার। ১৩ থেকে ১৫ বছর বাঁচে। ট্রেনিং দেওয়া সহজ। পোষ্য হিসেবে পারফেক্ট। ভারতে এর দাম ৮ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে। photo source collected
Pug: ছোট্ট মিষ্টি এই পোষ্যের মুখ দেখলেই প্রেমে পড়ে যাবেন! বাচ্চা থেকে বাড়ির সকলকে এরা খুব ভালবাসে। কখনও কামড়ায় না। মেজাজ হারায় না। তবে পাগকে খুব যত্ন নিতে হয়। রোজ পরিচর্যা দরকার। ইনফেকশন যাতে না হয় দেখতে হবে। ছোট্ট ফ্ল্যাটেও এরা ভাল থাকে। একটু ব্যায়াম দরকার। ১৩ থেকে ১৫ বছর বাঁচে। ট্রেনিং দেওয়া সহজ। পোষ্য হিসেবে পারফেক্ট। ভারতে এর দাম ৮ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে। photo source collected
advertisement
6/10
Irish Setter: পরিবারের জন্য দারুণ এই পোষ্য। কথা শোনে। মানুষকে খুব ভালবাসে। ঠিক যেন পরিবারের সদস্যদের মতোই। তবে এদের গায়ে লোম একটু বড় হয়। সপ্তাহে অন্তত দু'বার পরিচর্যা দরকার। ব্যায়াম দরকার। বাচ্চাদের সঙ্গে দারুণ ফ্রেন্ডলি। দরকার ছাড়া ডাকে না। ১২ থেকে ১৫ বছর বাঁচে। ভারতে এর দাম ৪৫ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে। এরা একটু ঠান্ডা আবহাওয়ার জন্য বেশি ভাল। photo source collected
Irish Setter: পরিবারের জন্য দারুণ এই পোষ্য। কথা শোনে। মানুষকে খুব ভালবাসে। ঠিক যেন পরিবারের সদস্যদের মতোই। তবে এদের গায়ে লোম একটু বড় হয়। সপ্তাহে অন্তত দু'বার পরিচর্যা দরকার। ব্যায়াম দরকার। বাচ্চাদের সঙ্গে দারুণ ফ্রেন্ডলি। দরকার ছাড়া ডাকে না। ১২ থেকে ১৫ বছর বাঁচে। ভারতে এর দাম ৪৫ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে। এরা একটু ঠান্ডা আবহাওয়ার জন্য বেশি ভাল। photo source collected
advertisement
7/10
Brussels Griffon: বাড়িতে রাখার জন্য এই কুকুর দারুণ। খুব অ্যাক্টিভ!  বাড়ির বাইরে যেতে চায় না। ঘরেই খেলা করে। সাইজে ছোট। তবে বাচ্চাদের বন্ধু হয়ে উঠতে একটু সময় নেয়। তবে কামড়ায় না। ১২ থেকে ১৫ বছর বাঁচে। সপ্তাহে একবার পরিচর্যা দরকার। ভারতে দাম ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা! photo source collected
Brussels Griffon: বাড়িতে রাখার জন্য এই কুকুর দারুণ। খুব অ্যাক্টিভ! বাড়ির বাইরে যেতে চায় না। ঘরেই খেলা করে। সাইজে ছোট। তবে বাচ্চাদের বন্ধু হয়ে উঠতে একটু সময় নেয়। তবে কামড়ায় না। ১২ থেকে ১৫ বছর বাঁচে। সপ্তাহে একবার পরিচর্যা দরকার। ভারতে দাম ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা! photo source collected
advertisement
8/10
Newfoundland: ভীষণ বুদ্ধিমান। প্রভুভক্ত। দারুণ ট্রেনিং দেওয়া যায়। সব কথা শোনে। বাচ্চাদের খুব ভালবাসে। পরিবারের সদস্য হয়ে ওঠে কয়েকদিনেই। নিজে দায়িত্ব নিয়ে সামলায় পরিবারকে। কেউ আপনাকে ছুঁতে পারবে না। ভীষণ ভাল ফ্যামিলি ডগ। সপ্তাহে একবার পরিচর্যা দরকার। ৯ থেকে দশ বছর বাঁচে। ভারতে এর দাম ১ লক্ষ থেকে ৩ লাখের মধ্যে। photo source collected
Newfoundland: ভীষণ বুদ্ধিমান। প্রভুভক্ত। দারুণ ট্রেনিং দেওয়া যায়। সব কথা শোনে। বাচ্চাদের খুব ভালবাসে। পরিবারের সদস্য হয়ে ওঠে কয়েকদিনেই। নিজে দায়িত্ব নিয়ে সামলায় পরিবারকে। কেউ আপনাকে ছুঁতে পারবে না। ভীষণ ভাল ফ্যামিলি ডগ। সপ্তাহে একবার পরিচর্যা দরকার। ৯ থেকে দশ বছর বাঁচে। ভারতে এর দাম ১ লক্ষ থেকে ৩ লাখের মধ্যে। photo source collected
advertisement
9/10
French Bulldog: ছোট কুকুরদের মধ্যে ভীষণ ভাল এই ডগ। সহজে ট্রেনিং দেওয়া যায়। সব কথা শোনে। বাচ্চাদের পছন্দ করে। অহেতুক ডাকে না। কামড়ায় না সহজে। পরিবারের পোষ্য হিসেবে বেস্ট ডগ। খুব বেশি পরিচর্যার দরকার নেই। মাঝে মধ্যে করলেই হল। বাড়িতে ছোট ফ্ল্যাটেও থেকে যায়। ১০ থেকে ১২ বছর বাঁচে। ভারতে এর দাম ৪০ হাজার থেকে ৮৫ হাজারের মধ্যে। photo source collected
French Bulldog: ছোট কুকুরদের মধ্যে ভীষণ ভাল এই ডগ। সহজে ট্রেনিং দেওয়া যায়। সব কথা শোনে। বাচ্চাদের পছন্দ করে। অহেতুক ডাকে না। কামড়ায় না সহজে। পরিবারের পোষ্য হিসেবে বেস্ট ডগ। খুব বেশি পরিচর্যার দরকার নেই। মাঝে মধ্যে করলেই হল। বাড়িতে ছোট ফ্ল্যাটেও থেকে যায়। ১০ থেকে ১২ বছর বাঁচে। ভারতে এর দাম ৪০ হাজার থেকে ৮৫ হাজারের মধ্যে। photo source collected
advertisement
10/10
Collie: বাড়িতে রাখার জন্য এর থেকে ভাল বন্ধু নেই। বাচ্চাদের পছন্দ করে। রাগ করে না সহজে। ট্রেনিং দেওয়া সহজ। ভীষণ দায়িত্ব নিতে জানে। পরিবারের সদস্যদের আগলে রাখে। ব্যায়াম দরকার। মাঝে মধ্যে পরিচর্যা দরকার। ১২ থেকে ১৪ বছর বাঁচে। ভারতে এর দাম ২০ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে।  photo source collected
Collie: বাড়িতে রাখার জন্য এর থেকে ভাল বন্ধু নেই। বাচ্চাদের পছন্দ করে। রাগ করে না সহজে। ট্রেনিং দেওয়া সহজ। ভীষণ দায়িত্ব নিতে জানে। পরিবারের সদস্যদের আগলে রাখে। ব্যায়াম দরকার। মাঝে মধ্যে পরিচর্যা দরকার। ১২ থেকে ১৪ বছর বাঁচে। ভারতে এর দাম ২০ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে। photo source collected
advertisement
advertisement
advertisement