Spy Jyoti in Kolkata: পার্ক সার্কাসে নামী রেস্তরাঁয় ভোজন! হাওড়া, কলকাতা স্টেশন-সহ একাধিক স্পটে ‘রেকি’! পাকিস্তানের গুপ্তচর ইউটিউবার জ্যোতি ১ বছরে ৩ বার এই শহরে

Last Updated:
Spy Youtuber Jyoti in Kolkata: গোয়েন্দারা জানাচ্ছেন, গত ১ বছরে ৩ বার কলকাতায় এসেছেন পাকিস্তানের গুপ্তচর জ্যোতিরানি মালহোত্রা৷ বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় এসেছিলেন এই ইউটিউবার
1/7
তদন্ত যত এগোচ্ছে, ততই যেন পেঁয়াজের খোসার মতো পরতে পরতে খুলে যাচ্ছে গুপ্তচর ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রার দুষ্কর্ম৷ এই গুপ্তচরের রেকি-পর্বের হাত থেকে রেহাই পায়নি বাংলা তথা কলকাতাও৷
তদন্ত যত এগোচ্ছে, ততই যেন পেঁয়াজের খোসার মতো পরতে পরতে খুলে যাচ্ছে গুপ্তচর ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রার দুষ্কর্ম৷ এই গুপ্তচরের রেকি-পর্বের হাত থেকে রেহাই পায়নি বাংলা তথা কলকাতাও৷
advertisement
2/7
গোয়েন্দারা জানাচ্ছেন, গত ১ বছরে ৩ বার কলকাতায় এসেছেন পাকিস্তানের গুপ্তচর জ্যোতিরানি মালহোত্রা৷ বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় এসেছিলেন এই ইউটিউবার৷
গোয়েন্দারা জানাচ্ছেন, গত ১ বছরে ৩ বার কলকাতায় এসেছেন পাকিস্তানের গুপ্তচর জ্যোতিরানি মালহোত্রা৷ বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় এসেছিলেন এই ইউটিউবার৷
advertisement
3/7
জ্যোতির ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও ব্লগ বা ভ্লগ আছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকা৷
জ্যোতির ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও ব্লগ বা ভ্লগ আছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকা৷
advertisement
4/7
ট্রেন থেকে নেমে কলকাতা স্টেশনের রেকি করেন জ্যোতি৷ ১১ মাস আগেই কলকাতায় ঘুরেছেন জ্যোতি৷
ট্রেন থেকে নেমে কলকাতা স্টেশনের রেকি করেন জ্যোতি৷ ১১ মাস আগেই কলকাতায় ঘুরেছেন জ্যোতি৷
advertisement
5/7
হাওড়া ষ্টেশন,পার্ক সার্কাস-সহ একাধিক জায়গা ঘুরে বেড়ান জ্যোতি৷ তাঁর সফরসঙ্গী ছিলেন আর এক ইউটিউবার সৌমিত ভট্টাচার্য৷
হাওড়া ষ্টেশন,পার্ক সার্কাস-সহ একাধিক জায়গা ঘুরে বেড়ান জ্যোতি৷ তাঁর সফরসঙ্গী ছিলেন আর এক ইউটিউবার সৌমিত ভট্টাচার্য৷
advertisement
6/7
পার্ক সার্কাসের একটি অভিজাত দোকানে খেতেও যান জ্যোতি। এর পর শিয়ালদহ থেকে দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লি ফেরত যান।
পার্ক সার্কাসের একটি অভিজাত দোকানে খেতেও যান জ্যোতি। এর পর শিয়ালদহ থেকে দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লি ফেরত যান।
advertisement
7/7
দুরন্ত এক্সপ্রেসে দিল্লি পর্যন্ত সেই যাত্রায় এক সেনা অফিসারের সঙ্গে পাশাপাশি বসে সফর করেন জ্যোতি৷ চ্যানেলে পোস্ট করা ভিডিওতে সেরকমই দাবি করেন এই ইউটিউবার তথা ট্র্যাভেল ভ্লগার৷
দুরন্ত এক্সপ্রেসে দিল্লি পর্যন্ত সেই যাত্রায় এক সেনা অফিসারের সঙ্গে পাশাপাশি বসে সফর করেন জ্যোতি৷ চ্যানেলে পোস্ট করা ভিডিওতে সেরকমই দাবি করেন এই ইউটিউবার তথা ট্র্যাভেল ভ্লগার৷
advertisement
advertisement
advertisement