তরুণী জানিয়েছেন, সম্প্রতি সল্টলেকের এফডি ব্লকের একটি স্পায়ে ম্যানেজার হসেবে কাজে যোগ দেন তিনি৷ সংস্থার মালিক তাঁকে বিই এবং এফডি ব্লকের দু'টি স্পা ঘুরিয়ে দেখান। কিন্তু কাজে যোগ দেওয়ার পরই দু' জন ক্লায়েন্ট এসে তরুণীকে অশ্লীল প্রস্তাব দেন বলে অভিযোগ৷