Kolkata Metro Luggage Charge: লং ট্যুরে যেতে ভাবছেন মেট্রো চড়েই এয়ারপোর্ট বা হাওড়া পৌঁছবেন? ভারী লাগেজের জন্য গুণতে হবে বাড়তি ভাড়া!

Last Updated:
কলকাতা বা রাজ্যের বাইরে বেড়াতে যান বা কাজেই যান এয়ারপোর্ট বা অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া পৌঁছতে বেগ পেতে হবে না৷ মেট্রোতে এসির হাওয়া খেতে খেতে পৌঁছে যেতে পারবেন পরিবার নিয়ে৷ তবে সমস্যা হতে পারে এক জায়গায়৷
1/7
কলকাতা: গোটা কলকাতা শহর জুড়ে যাচ্ছে মেট্রোতে৷ মেট্রো চড়েই শহরের যে কোনও প্রান্ত থেকে এয়ারপোর্ট বা হাওড়া পৌছেঁ যাবেন নিমেষে৷ ভাড়াও সাধ্যের মধ্যে৷ অর্থাৎ কলকাতা বা রাজ্যের বাইরে বেড়াতে যান বা কাজেই যান এয়ারপোর্ট বা অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া পৌঁছতে বেগ পেতে হবে না৷ মেট্রোতে এসির হাওয়া খেতে খেতে পৌঁছে যেতে পারবেন পরিবার নিয়ে৷
কলকাতা: গোটা কলকাতা শহর জুড়ে যাচ্ছে মেট্রোতে৷ মেট্রো চড়েই শহরের যে কোনও প্রান্ত থেকে এয়ারপোর্ট বা হাওড়া পৌছেঁ যাবেন নিমেষে৷ ভাড়াও সাধ্যের মধ্যে৷ অর্থাৎ কলকাতা বা রাজ্যের বাইরে বেড়াতে যান বা কাজেই যান এয়ারপোর্ট বা অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া পৌঁছতে বেগ পেতে হবে না৷ মেট্রোতে এসির হাওয়া খেতে খেতে পৌঁছে যেতে পারবেন পরিবার নিয়ে৷
advertisement
2/7
তবে সমস্যা হতে পারে এক জায়গায়৷ জানা যাচ্ছে যে আপনার সঙ্গে থাকা ভারী লাগেজের জন্য দিতে হতে পারে এক্সট্রা ভাড়া!
তবে সমস্যা হতে পারে এক জায়গায়৷ জানা যাচ্ছে যে আপনার সঙ্গে থাকা ভারী লাগেজের জন্য দিতে হতে পারে এক্সট্রা ভাড়া!
advertisement
3/7
কারও যাত্রায় কোনও সমস্যা করা মেট্রোর উদ্দেশ্য নয়৷ সাধারণত এয়ারপোর্ট যেতে বা আসতে গেলে লাগেজ তো থাকে৷ কোনও স্টেশনে (ব্লু-গ্রিন-ইয়েলো লাইন) কাউকেই আটকানো হবে না৷ যাত্রা যেন আরামের এবং সুরক্ষিত হয় সেটাই চেষ্টা করছে মেট্রো৷ তবে কারও কাছে বেশি লাগেজ থাকলে সেটার আলাদা ভাড়া হতে পারে, এমনই জানাচ্ছে মেট্রোর এক আধিকারিক৷
কারও যাত্রায় কোনও সমস্যা করা মেট্রোর উদ্দেশ্য নয়৷ সাধারণত এয়ারপোর্ট যেতে বা আসতে গেলে লাগেজ তো থাকে৷ কোনও স্টেশনে (ব্লু-গ্রিন-ইয়েলো লাইন) কাউকেই আটকানো হবে না৷ যাত্রা যেন আরামের এবং সুরক্ষিত হয় সেটাই চেষ্টা করছে মেট্রো৷ তবে কারও কাছে বেশি লাগেজ থাকলে সেটার আলাদা ভাড়া হতে পারে, এমনই জানাচ্ছে মেট্রোর এক আধিকারিক৷
advertisement
4/7
কলকাতা মেট্রোর ৮ কামড়ার রেকে সাধারণতও স্টোরেজের জন্য কোনও নির্দিষ্ট জায়গা নেই৷ যাত্রীরা নিজেদের ব্যাগ নিজেদের সঙ্গেই রাখেন৷ এবং যেহেতু এতদিন মেট্রোয় যাত্রা করে শহরের মধ্যেই যাতায়াত করতেন শহরবাসী, তাই ভারী লাগেজ নেওয়ার তাগিদও ছিল না৷
কলকাতা মেট্রোর ৮ কামড়ার রেকে সাধারণতও স্টোরেজের জন্য কোনও নির্দিষ্ট জায়গা নেই৷ যাত্রীরা নিজেদের ব্যাগ নিজেদের সঙ্গেই রাখেন৷ এবং যেহেতু এতদিন মেট্রোয় যাত্রা করে শহরের মধ্যেই যাতায়াত করতেন শহরবাসী, তাই ভারী লাগেজ নেওয়ার তাগিদও ছিল না৷
advertisement
5/7
তবে এবার মেট্রো চড়ে শহরে বাইরে যাওয়ার একটা সুযোগ থাকছে তাই যাত্রার ধরনও কিছুটা বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ তখনও ভারী ভারী ব্যাগের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে৷
তবে এবার মেট্রো চড়ে শহরে বাইরে যাওয়ার একটা সুযোগ থাকছে তাই যাত্রার ধরনও কিছুটা বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ তখনও ভারী ভারী ব্যাগের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে৷
advertisement
6/7
North Central Railway এটা চালু করেছে। কিন্তু রেল বোর্ড এটা এখনও সব জোনে বাধ্যতামূলক করেনি। যেহেতু গত সপ্তাহে বেঙ্গালুরু মেট্রোতে লাগেজ চার্জ নেওয়া হয়েছিল বলে একটা এক্স হ্যান্ডেল পোস্ট ভাইরাল হয়েছিল। তাই কলকাতা মেট্রোতেও অদূর ভবিষ্যতে হবে বলে বোধহয় ।
North Central Railway এটা চালু করেছে। কিন্তু রেল বোর্ড এটা এখনও সব জোনে বাধ্যতামূলক করেনি। যেহেতু গত সপ্তাহে বেঙ্গালুরু মেট্রোতে লাগেজ চার্জ নেওয়া হয়েছিল বলে একটা এক্স হ্যান্ডেল পোস্ট ভাইরাল হয়েছিল। তাই কলকাতা মেট্রোতেও অদূর ভবিষ্যতে হবে বলে বোধহয় ।
advertisement
7/7
তবে এখন তো একাধিক লাগেজ ক্যারি হয়। কোনও চার্জ নেয় না। বিশেষ করে হাওড়া- এসপ্ল্যানেড রোজ এই লাগেজ আসে। তারপর চেঞ্জ করে অন্য রুটে যায়। স্ক্যানিং শুধু বাধ্যতামূলক৷ ফলে এখনই চিন্তার কিছু নেই৷
তবে এখন তো একাধিক লাগেজ ক্যারি হয়। কোনও চার্জ নেয় না। বিশেষ করে হাওড়া- এসপ্ল্যানেড রোজ এই লাগেজ আসে। তারপর চেঞ্জ করে অন্য রুটে যায়। স্ক্যানিং শুধু বাধ্যতামূলক৷ ফলে এখনই চিন্তার কিছু নেই৷
advertisement
advertisement
advertisement