Kolkata Metro Luggage Charge: লং ট্যুরে যেতে ভাবছেন মেট্রো চড়েই এয়ারপোর্ট বা হাওড়া পৌঁছবেন? ভারী লাগেজের জন্য গুণতে হবে বাড়তি ভাড়া!
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কলকাতা বা রাজ্যের বাইরে বেড়াতে যান বা কাজেই যান এয়ারপোর্ট বা অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া পৌঁছতে বেগ পেতে হবে না৷ মেট্রোতে এসির হাওয়া খেতে খেতে পৌঁছে যেতে পারবেন পরিবার নিয়ে৷ তবে সমস্যা হতে পারে এক জায়গায়৷
কলকাতা: গোটা কলকাতা শহর জুড়ে যাচ্ছে মেট্রোতে৷ মেট্রো চড়েই শহরের যে কোনও প্রান্ত থেকে এয়ারপোর্ট বা হাওড়া পৌছেঁ যাবেন নিমেষে৷ ভাড়াও সাধ্যের মধ্যে৷ অর্থাৎ কলকাতা বা রাজ্যের বাইরে বেড়াতে যান বা কাজেই যান এয়ারপোর্ট বা অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া পৌঁছতে বেগ পেতে হবে না৷ মেট্রোতে এসির হাওয়া খেতে খেতে পৌঁছে যেতে পারবেন পরিবার নিয়ে৷
advertisement
advertisement
কারও যাত্রায় কোনও সমস্যা করা মেট্রোর উদ্দেশ্য নয়৷ সাধারণত এয়ারপোর্ট যেতে বা আসতে গেলে লাগেজ তো থাকে৷ কোনও স্টেশনে (ব্লু-গ্রিন-ইয়েলো লাইন) কাউকেই আটকানো হবে না৷ যাত্রা যেন আরামের এবং সুরক্ষিত হয় সেটাই চেষ্টা করছে মেট্রো৷ তবে কারও কাছে বেশি লাগেজ থাকলে সেটার আলাদা ভাড়া হতে পারে, এমনই জানাচ্ছে মেট্রোর এক আধিকারিক৷
advertisement
advertisement
advertisement
advertisement