সায়নী-কাঞ্চন-মানালি সহ একঝাঁক তারকা তৃণমূলে! পতাকা হাতে নিয়ে কে কী বললেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
আজ হুগলির ডানলপ ময়দানে অভিনয় ও ক্রীড়া জগতের বেশ কয়েকজন তারকা যোগ দিলেন। তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বাংলার মানুষের কাজ করার প্রতিজ্ঞা করলেন তাঁরা।
advertisement
আজ তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সায়নী কি তৃণমূলে যোগ দেবেন, এই নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানের তর্কের জেরে অত্যান্তরে পড়েন সায়নী। তাকে ধর্ষণের হুমকি দেওয়া হতে থাকে। বিজেপি নেতা তথাগত রায় তাঁর একটি পুরনো পোস্ট নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর-ও করেন। তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ-ও। সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে যান সায়নী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সরাসরি না হলেও পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী জুন মালিয়া বরাবরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থক ছিলেন। তাঁরাও আজ আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন। ন মালিয়ে নিজে মুখেই জানিয়েছেন, রাজনীতি তিনি ততটা বোঝেন না। কিন্তু যে মহিলা এতদিন ধরে মানুষের জন্য কাজ করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি মানুষের জন্য কাজ করতে চান।
advertisement
রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় সাহাগঞ্জের সভা থেকে বলেন, "ঘরের মেয়ে বউকে কয়লা চোর বলছে। আমার মা বোনেরা কয়লা চোর? তোমাদের গায়ে কয়লার ময়লা।" প্রসঙ্গত এদিন মমতার মুখেও বারংবার শোনা গেল খেলা হবে। বিজেপি সম্পর্কে তাঁর উবাচ, "ভয়ে কেউ কথা বলতে পারে না, শুধু আমাকে ওরা ভয় পায়।" পাশাপাশি এদিনও বলে রাখলেন,তাঁকে জেলে ভরেও বিজেপি সুবিধে করতে পারবে না। মমতার চ্যালেঞ্জ, " দুমাস পরে দেখব কার কত জোর।"