বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টি সম্ভবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মেঘলা আকাশ থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। Photo- Representative
আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভবনা। গুজরাত রিজিয়ন ঘাট পর্বতমালা এলাকা মুম্বই সহ মধ্য মহারাষ্ট্র এবং কঙ্কন ও গোয়াতে। সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তেলেঙ্গানা ও বিদর্ভ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪-৫ দিন ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত, কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশে -র ইয়ানাম, তেলেঙ্গানা, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা।Photo- Representative