দক্ষিণবঙ্গে আজ এবং আগামিকাল, বৃহস্পতিবার বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় সামান্য অংশে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।
এপ্রিল মাসে এমনিতেই গরম থাকে রাজ্যে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা খুব একটা বেশি চরমে পৌঁছবে না। অর্থাৎ এপ্রিল মাসে আর নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি উপরে তাপমাত্রা পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় চল্লিশের কাছে পৌঁছলেও কলকাতায় ৩৭ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা।