West Bengal Weather Update: রবিবার থেকেই আবহাওয়ার ফের বদল, আগামী ক’দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast in Bengal: রবিবার থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আবহাওয়ার বদল হবে দক্ষিণবঙ্গে।
advertisement
রবিবার থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আগামিকাল রবিবার আবহাওয়ার বদল হবে দক্ষিণবঙ্গে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধ-বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া।
advertisement
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪/৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে রবিবার থেকে আবহাওয়ার বদল হতে পারে।
advertisement
আজ, শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল, শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলায় আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরা আশঙ্কা। আজ ও কাল তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও তারপর থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারবে মধ্য ভারতে।
advertisement