কলকাতায় না হলেও রাজ্যের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। তবে, কলকাতা একেবারে রুক্ষ্ম থেকে যাবে, তাও নয়। রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে তিলোত্তমাতেও। তবে, মোটের উপর শনিবার থেকে তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা। আংশিক মেঘলা আকাশ থাকলেও ভালো বৃষ্টি হওয়ার প্রায় সম্ভাবনা নেই। Representative Image
দখিণা বাতাসের প্রভাব কমে গিয়েছে, উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়তেই বৃষ্টির সম্ভাবনা কমলো বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামিকাল,শনিবার থেকে সে সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এপ্রিল মাসে ৯২ শতাংশ। আগামিকাল, শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। Representative Image