West Bengal Weather Update: হোলিতে বৃষ্টি নেই রাজ্যে, ঘূর্ণিঝড়ের কী পূর্বাভাস? আগামী ৪-৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে আবহাওয়া। শুষ্ক ও গরম বসন্তের পরিবেশ।
advertisement
এদিকে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘অশনি’। যে নাম দিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামানের কাছাকাছি এসে আরও শক্তিশালী হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শনিবার এই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তার আগে এর অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে। এখান থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই সিস্টেমটি। রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার ২১ মার্চ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যে ঘূর্ণিঝড়ের শ্রীলঙ্কার দেওয়া নাম অশনি। Re presentative Image
advertisement
ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে প্রাথমিকভাবে এগোলেও পরবর্তীকালে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নেবে। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এর সরাসরি প্রভাব আমাদের রাজ্যে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বসন্তের পরিবেশে বাড়বে গরম। আগামী ৪/৫ দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ উধাও হবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে। বসন্তে গরমের পর্ব শুরু। বাতাসে জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্যের কারণে সকালে হালকা কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ ৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। Re presentative Image
advertisement
আজ, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৪ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি শহরে। Re presentative Image
advertisement
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রাজ্যে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিনে দিনের বেলার গরম বাড়বে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ। এ ছাড়াও দুটি অক্ষরেখার রয়েছে। পূর্ব ও পশ্চিম অক্ষরেখা রয়েছে নিম্নচাপ এলাকা বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ু পর্যন্ত। Re presentative Image
advertisement
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গনা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ছত্তিসগড় এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ, শুক্রবার রাতের দিকে উত্তর পশ্চিম ভারতে। নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে। এর ফলে শুষ্ক আবহাওয়ার মাঝেই জলীয়বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিতে ধীরে বাড়বে। Re presentative Image