উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়। জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সর্তকতা।
দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। আগামী চার পাঁচ দিন ধরে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। আগামী ৪/৫ দিনের মধ্যে দু-একদিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতায়। দক্ষিণবঙ্গে একই তাপমাত্রা থাকবে আর আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। (West Bengal Weather Update)
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শুক্রবার থেকে একই অবস্থানে রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ির ওপর শুক্রবার থেকে রয়েছে । কর্নাটকের ব্যাঙ্গালুরুতে প্রায় ৩১ শে মে থেকে একই অবস্থানে থাকলেও চিকমাগালুর বেঙ্গালুরুর পর একটু সরে তামিলনাডু র উপর দিয়ে বিস্তৃত ছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মঙ্গলবার অগ্রগতি হয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামী কয়েকদিন মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অসম-সহ সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। আগামী পাঁচ দিন বিহার ঝাড়খন্ড ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে ভারী বৃষ্টির পূর্বাভাস। মহারাষ্ট্র, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, করাইকাল, পন্ডিচেরি, কর্ণাটক এবং কেরল ও মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রাজস্থান উত্তরাখণ্ড পঞ্জাব হরিয়ানা দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং মধ্য ভারতের বিদর্ভে তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যভারতে তাপপ্রবাহ চলবে। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এর সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশাতে ও তাপপ্রবাহের সম্ভাবনা। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা