West Bengal Weather Update: বুধবার থেকেই আবহাওয়ার বদল রাজ্যে! কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টা? জানুন পশ্চিমবঙ্গের আপডেট...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
শীতের কামড় আর নয়। অবশেষে বড় বদল রাজ্যের আবহাওয়ায়। আজ থেকে বৃষ্টি শুরু বঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে কলকাতা-সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। দিনের বেলা কার্যত শীত উধাও রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
advertisement
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে।
advertisement
advertisement
advertisement
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি। এই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত ব্যাপক প্রভাব ফেলেছে পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। হিমালয় সংলগ্ন জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তরপ্রদেশ রাজস্থানে বৃষ্টি ও কোথাও কোথাও গ্রাউন্ড ফ্রস্ট-এর পূর্বাভাস হয়েছে।
advertisement
মৌসম ভবন জানাচ্ছে, এই ঝঞ্ঝা ক্রমশ মধ্যভারত পেরিয়ে পূর্ব ভারতে ঢুকে পড়েছে। বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও বাংলাতে এর প্রভাব পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া বাধা আর তাই পুবালি হাওয়াতে সাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার শীতল বাতাস ও পূবালী হওয়ার উষ্ণ বাতাসের সংস্পর্শে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement