আজ মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, হাওড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতায় ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এ তাপমাত্রা। এই তাপমাত্রা আগামী সোম মঙ্গলবারের মধ্যে দিনে ৩৫/৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। শুকনো গরমের জায়গায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা আগামী ৫ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় মাত্র দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘন্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৯ থেকে ৭৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।