সাবধান! রাজ্যজুড়ে গভীর নিম্নচাপ, কপালে বড় দুর্যোগের আশঙ্কা! ভাসবে জেলার পর জেলা
- Published by:Raima Chakraborty
Last Updated:
উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভেতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
advertisement
বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
advertisement
advertisement
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু অংশে। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা কলকাতা হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম নদিয়া জেলায়। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
advertisement