West Bengal Weather Update: সরস্বতী পুজোয় থাকবে হালকা ঠান্ডা, কুয়াশার দাপটও, আগামী ৭ দিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

Last Updated:
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ফলে জাঁকিয়ে শীত পড়ছে না সরস্বতী পুজোতেও।
1/7
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ফলে জাঁকিয়ে শীত পড়ছে না সরস্বতী পুজোতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ, কোথাও জাঁকিয়ে শীত পড়বে না। ফলে সরস্বতী পুজোর দিন চুটিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Photo: AI/Representative Image)
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ফলে জাঁকিয়ে শীত পড়ছে না সরস্বতী পুজোতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ, কোথাও জাঁকিয়ে শীত পড়বে না। ফলে সরস্বতী পুজোর দিন চুটিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Photo: AI/Representative Image)
advertisement
2/7
সকালে শীতের আমেজ বাড়ল সরস্বতী পুজোয়। কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রির বেশি কমল। আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রির মধ্যে কমবে বেশিরভাগ জেলাতে। রবিবার ও সোমবার ফের বাড়বে তাপমাত্রা। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত উধাও হবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমবে। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। দিনের বেলায় শীত কার্যত উধাও। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। অন্যদিকে পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ল দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠা নামা চলবে।
সকালে শীতের আমেজ বাড়ল সরস্বতী পুজোয়। কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রির বেশি কমল। আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রির মধ্যে কমবে বেশিরভাগ জেলাতে। রবিবার ও সোমবার ফের বাড়বে তাপমাত্রা। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত উধাও হবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমবে। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। দিনের বেলায় শীত কার্যত উধাও। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। অন্যদিকে পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ল দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠা নামা চলবে।
advertisement
3/7
সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কুয়াশার সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও।
সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কুয়াশার সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও।
advertisement
4/7
আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে থাকবে পারদ। পশ্চিমের জেলার ক্ষেত্রে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে থাকবে পারদ। পশ্চিমের জেলার ক্ষেত্রে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
advertisement
5/7
উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী চার পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে জেলাতে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী চার পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে জেলাতে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
advertisement
6/7
কলকাতায় প্রত্যাশা মতোই সরস্বতী পুজোয় কমল তাপমাত্রা। এক ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে আজ, শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। তবু রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠা নামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকালের দিকে হালকা ধোঁয়াশা/কুয়াশার সম্ভাবনা কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের অনুভূতি থাকবে। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় প্রত্যাশা মতোই সরস্বতী পুজোয় কমল তাপমাত্রা। এক ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে আজ, শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। তবু রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠা নামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকালের দিকে হালকা ধোঁয়াশা/কুয়াশার সম্ভাবনা কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের অনুভূতি থাকবে। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
7/7
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement