এরইমধ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। আজ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আগামী কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain Forecast West Bengal) শুরু হবে রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। প্রতীকী ছবি
কলকাতা প্রধানত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭ ডিগ্রির আসে পাশে থাকবে। আগামিকাল অর্থাৎ ২৪ জানুয়ারিও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। আবহাওয়া দফতর জানিয়েছে, তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে। প্রতীকী ছবি