*আর একটু হলেই ভেঙে যেত ১২২ বছরের রেকর্ড। শুক্রবার সন্ধ্যার ছিটেফোঁটা বৃষ্টি কোনওমতে রক্ষা করেছে। মার্চ মাস গোটাটাই বৃষ্টিহীন কেটেছে কলকাতা শহরের। এপ্রিলও তেমনই কাটবে বলে শুক্রবার প্রাক-সন্ধ্যা পর্যন্ত মনে হয়েছিল। কিন্তু তারপরেই সব আশঙ্কার মেঘ কাটিয়ে আকাশ মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি। প্রতীকী ছবি।
*আবহবিদরা জানাচ্ছিলেন, দীর্ঘ দু-মাসের বৃষ্টিহীনতাই তিলোত্তমাকে দাঁড় করিয়েছিল নতুন রেকর্ডের সামনে। শুক্রবার ও শনিবার যদি কলকাতা শহরে বৃষ্টি না হত, তবে ভেঙে যেত ১২২ বছরের রেকর্ড। এর আগে, এই সময়ের ব্যবধানে কলকাতায় সর্বনিম্ন ০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এ বারের মার্চ ও মে মাসের ব্যবধানে সেটুকুও হয়নি। ১২২ বছরের ইতিহাসে যা নতুন। প্রতীকী ছবি।