ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! শীতের শুরুতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন পূর্বাভাস
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
আমাদের রাজ্য থেকে অনেক দূরে থাকায় সরাসরি এর প্রভাব পড়বে না বাংলায়।
সিত্রাং-এর পর ঘূর্ণিঝড় মান্দাস। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বৃহস্পতিবারের মধ্যে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উপকূলে। আমাদের রাজ্য থেকে অনেক দূরে থাকায় সরাসরি এর প্রভাব পড়বে না বাংলায়। ছবি ও প্রতিবেদন- বিশ্বজিৎ সাহা
advertisement
advertisement
দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা। মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবারের মধ্যে সেই গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি বাড়াবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে হবে এর অভিমুখ। এর ফলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এটির অভিমুখ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এর দিকে হবে।
advertisement
advertisement
বুধবার রাত থেকেই তামিলনাডু, পুদুচেরি করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে। ভারী বৃষ্টি এমনকী ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার এই দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ আরও বাড়বে। সকালের দিকে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
advertisement