Bengal Monsoon : মৌসুমী বায়ুর হাত ধরে 'মনসুন' এল কেরলে, বাংলায় বর্ষারানীর প্রবেশ কবে?

Last Updated:
ভারতে রাজকীয় প্রবেশ ঘটল বর্ষার (India Monsoon)। এদিকে এরইমধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে বর্ষার পায়ের শব্দ শুনছে বাংলাও (West Bengal)। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে বাংলায় এখন প্রাক বর্ষার মরশুম চলছে।
1/5
কেরলের দক্ষিণ অংশে হইহই করে জুনের তৃতীয় দিনে ঢুকে পড়ল মৌসুমী বায়ু। আর তাতেই ভারতে রাজকীয় প্রবেশ ঘটল বর্ষার। এদিকে এরইমধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে বর্ষার পায়ের শব্দ শুনছে বাংলাও। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে বাংলায় এখন প্রাক বর্ষার মরশুম চলছে। অর্থাৎ বর্ষা টেস্ট ম্যাচ শুরু করার আগে, একটু নেট প্রাকটিস সেরে নিচ্ছে।  তবে আগামী ৮ থেকে ১২ ই জুনের মধ্যেই বাংলায় বর্ষার প্রবেশের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
কেরলের দক্ষিণ অংশে হইহই করে জুনের তৃতীয় দিনে ঢুকে পড়ল মৌসুমী বায়ু। আর তাতেই ভারতে রাজকীয় প্রবেশ ঘটল বর্ষার। এদিকে এরইমধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে বর্ষার পায়ের শব্দ শুনছে বাংলাও। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে বাংলায় এখন প্রাক বর্ষার মরশুম চলছে। অর্থাৎ বর্ষা টেস্ট ম্যাচ শুরু করার আগে, একটু নেট প্রাকটিস সেরে নিচ্ছে। তবে আগামী ৮ থেকে ১২ ই জুনের মধ্যেই বাংলায় বর্ষার প্রবেশের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
advertisement
2/5
১ লা জুন কেরলে বৃষ্টির প্রবেশের দিনক্ষণ নির্ধারিত হলেও, সেখানেও কিছুটা বিলম্বিত হয় একুশের বর্ষা। মৌসম ভবন জানিয়েছে বৃহস্পতিবার ৩ রা জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষার আগমন ঘটেছে কেরলে। আগামী তিনদিন দক্ষিণী রাজ্যগুলিতে বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে মৌসম বিভাগ। ছবি : প্রতীকী
১ লা জুন কেরলে বৃষ্টির প্রবেশের দিনক্ষণ নির্ধারিত হলেও, সেখানেও কিছুটা বিলম্বিত হয় একুশের বর্ষা। মৌসম ভবন জানিয়েছে বৃহস্পতিবার ৩ রা জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষার আগমন ঘটেছে কেরলে। আগামী তিনদিন দক্ষিণী রাজ্যগুলিতে বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে মৌসম বিভাগ। ছবি : প্রতীকী
advertisement
3/5
যদিও এরইমধ্যে বিক্ষিপ্তভাবে বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে দেখা গিয়েছে গত কয়েকদিনে। সঙ্গে রয়েছে দমকা বাতাস আর বজ্রপাতও। তাই বাংলায় বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই। ছবি : প্রতীকী
যদিও এরইমধ্যে বিক্ষিপ্তভাবে বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে দেখা গিয়েছে গত কয়েকদিনে। সঙ্গে রয়েছে দমকা বাতাস আর বজ্রপাতও। তাই বাংলায় বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই। ছবি : প্রতীকী
advertisement
4/5
হাওয়া অফিস সূত্রের খবর, বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিললেও, এখনও অবধি বর্ষার মরশুমের শুরু হয়নি। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জোলো হাওয়া প্রবেশের ফলে ইতিমধ্যেই বাংলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি : প্রতীকী
হাওয়া অফিস সূত্রের খবর, বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিললেও, এখনও অবধি বর্ষার মরশুমের শুরু হয়নি। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জোলো হাওয়া প্রবেশের ফলে ইতিমধ্যেই বাংলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি : প্রতীকী
advertisement
5/5
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, বৃদ্ধি পেতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সকালের দিকে রোদ ঝলমলে থাকলেও বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি : প্রতীকী
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, বৃদ্ধি পেতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সকালের দিকে রোদ ঝলমলে থাকলেও বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি : প্রতীকী
advertisement
advertisement
advertisement