West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার জেরে ব্যাপক বদলে যাবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টি? জানাল হাওয়া অফিস
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: আবার আসছে পশ্চিমীঝঞ্ঝা। যার জেরে আগামী ৫ দিন বাড়বে তাপমাত্রা। উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।
advertisement
সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। পাশাপাশি জেলায় জেলায় উধাও শীতের আমেজ। আগামী ৪৮ ঘণ্টা কুয়াশার সম্ভাবনা। সকালে কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ কম হবে। জেলায় জেলায় সকাল ও সন্ধে বেলা হালকা শীতের আমেজ থাকলেও শনিবারের পরেই রাজ্যজুড়ে হবে হাওয়া বদল।
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি কম তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
ত্রিপুরায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শনিবার। জেড স্ট্রিম উইন্ডের প্রভাবে আগামী দুই দিন হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু এবং কাশ্মীর লাদাখ গিলগিট মুজাফফরাবাদ এ। আগামী পাঁচদিন পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে।পরবর্তী দুদিন ঘন কুয়াশার সতর্কতা ওড়িশাতে।