বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন দুয়ারে ত্রাণ (Duare Tran) প্রকল্প। তার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিল, কোন কোন দফতর থেকে কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্যের কৃষি দফতর থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর-কোন ক্ষেত্রে কত টাকা করে ধার্য হয়েছে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে নবান্ন। দুয়ারে প্রাণ প্রকল্প শুরু করার আগেই সেই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং আধিকারিকদের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ইয়াসে (Cyclone Yaas) বিপর্যস্ত এলাকায় এবার মানুষের দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে রাজ্য। সে জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই জানিয়েছেন ৩রা জুন থেকে শুরু হবে দুয়ারে ত্রাণ প্রকল্প। ৩রা জুন থেকে ১৮ই জুন পর্যন্ত হবে আবেদনপত্র জমা নেওয়ার কাজ।১৯শে জুন থেকে ৩১ জুন পর্যন্ত সব আবেদনপত্র স্ক্রুটিনীর কাজ হবে। পয়লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাংকে টাকা দেওয়া হবে। (প্রতিবেদন: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)