Cyclone Yaas Compensation: বাড়ি ভাঙলে ২০ হাজার, শস্য নষ্টে সর্বোচ্চ আড়াই হাজার! ইয়াসে কোথায় কত ক্ষতিপূরণ?

Last Updated:
Cyclone Yaas Compensations: ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ইয়াসে (Cyclone Yaas) বিপর্যস্ত এলাকায় এবার মানুষের দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে রাজ্য।
1/7
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন দুয়ারে ত্রাণ (Duare Tran) প্রকল্প। তার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিল, কোন কোন দফতর থেকে কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্যের কৃষি দফতর থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর-কোন ক্ষেত্রে কত টাকা করে ধার্য হয়েছে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে নবান্ন। দুয়ারে প্রাণ প্রকল্প শুরু করার আগেই সেই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং আধিকারিকদের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ইয়াসে (Cyclone Yaas) বিপর্যস্ত এলাকায় এবার মানুষের দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে রাজ্য। সে জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই জানিয়েছেন ৩রা জুন থেকে শুরু হবে দুয়ারে ত্রাণ প্রকল্প। ৩রা জুন থেকে ১৮ই জুন পর্যন্ত হবে আবেদনপত্র জমা নেওয়ার কাজ।১৯শে জুন থেকে ৩১ জুন পর্যন্ত সব আবেদনপত্র স্ক্রুটিনীর কাজ হবে। পয়লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাংকে টাকা দেওয়া হবে। (প্রতিবেদন: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন দুয়ারে ত্রাণ (Duare Tran) প্রকল্প। তার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিল, কোন কোন দফতর থেকে কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্যের কৃষি দফতর থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর-কোন ক্ষেত্রে কত টাকা করে ধার্য হয়েছে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে নবান্ন। দুয়ারে প্রাণ প্রকল্প শুরু করার আগেই সেই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং আধিকারিকদের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ইয়াসে (Cyclone Yaas) বিপর্যস্ত এলাকায় এবার মানুষের দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে রাজ্য। সে জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই জানিয়েছেন ৩রা জুন থেকে শুরু হবে দুয়ারে ত্রাণ প্রকল্প। ৩রা জুন থেকে ১৮ই জুন পর্যন্ত হবে আবেদনপত্র জমা নেওয়ার কাজ।১৯শে জুন থেকে ৩১ জুন পর্যন্ত সব আবেদনপত্র স্ক্রুটিনীর কাজ হবে। পয়লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাংকে টাকা দেওয়া হবে। (প্রতিবেদন: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/7
বিপর্যয় মোকাবিলা দফতর পুরো ভেঙে যাওয়া এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির দায়িত্ব নিয়েছে। পুরোপুরিভাবে ভেঙে পড়া বাড়ি ঠিক করতে ক্ষতিগ্রস্তদের কুড়ি হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
বিপর্যয় মোকাবিলা দফতর পুরো ভেঙে যাওয়া এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির দায়িত্ব নিয়েছে। পুরোপুরিভাবে ভেঙে পড়া বাড়ি ঠিক করতে ক্ষতিগ্রস্তদের কুড়ি হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
advertisement
3/7
শস্য নষ্ট হবার জন্য ক্ষতিগ্রস্ত চাষিরা ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বোচ্চ আড়াই হাজার টাকা করে পাবেন। কৃষি দফতর এই ত্রাণবিষয়ক বিষয়টি দেখাশোনা করবে।
শস্য নষ্ট হবার জন্য ক্ষতিগ্রস্ত চাষিরা ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বোচ্চ আড়াই হাজার টাকা করে পাবেন। কৃষি দফতর এই ত্রাণবিষয়ক বিষয়টি দেখাশোনা করবে।
advertisement
4/7
ইয়াসের জেরে অনেক গৃহপালিত পশু মারা গেছে ও জলের তোড়ে ভেসেও গেছে। তাদের ক্ষতিপূরণ দেবে প্রাণী সম্পদ বিকাশ দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, মহিষ কিংবা গরুর মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ ত্রিশ হাজার টাকা, ছাগল ভেড়া মারা গেলে বা ভেসে গেলে ৩হাজার টাকা, বাছুরের জন্য ১৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
ইয়াসের জেরে অনেক গৃহপালিত পশু মারা গেছে ও জলের তোড়ে ভেসেও গেছে। তাদের ক্ষতিপূরণ দেবে প্রাণী সম্পদ বিকাশ দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, মহিষ কিংবা গরুর মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ ত্রিশ হাজার টাকা, ছাগল ভেড়া মারা গেলে বা ভেসে গেলে ৩হাজার টাকা, বাছুরের জন্য ১৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
advertisement
5/7
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজগুলিও। তার জন্য ক্ষতিগ্রস্ত পানচাষীদের ক্ষতিপূরণের টাকা দেবে উদ্যানপালন দফতর। পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজগুলিও। তার জন্য ক্ষতিগ্রস্ত পানচাষীদের ক্ষতিপূরণের টাকা দেবে উদ্যানপালন দফতর। পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
advertisement
6/7
মৎস্য দফতর মৎস্যজীবীদের পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত নৌকা মেরামতি করতে পাঁচ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্ত নৌকা ঠিক করতে পাঁচশো টাকা, জাল কেনা বাবদ ২৬০০ টাকা করে দেবে।
মৎস্য দফতর মৎস্যজীবীদের পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত নৌকা মেরামতি করতে পাঁচ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্ত নৌকা ঠিক করতে পাঁচশো টাকা, জাল কেনা বাবদ ২৬০০ টাকা করে দেবে।
advertisement
7/7
তাঁতিদের ও আর্থিক ক্ষতিপূরণ এর বিষয়টি দেখবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর। সরঞ্জাম মেরামত যন্ত্রপাতি কেনার জন্য ৪১০০ টাকা, গুদাম ক্ষতিগ্রস্ত হলে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
তাঁতিদের ও আর্থিক ক্ষতিপূরণ এর বিষয়টি দেখবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর। সরঞ্জাম মেরামত যন্ত্রপাতি কেনার জন্য ৪১০০ টাকা, গুদাম ক্ষতিগ্রস্ত হলে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement