রাজ্যের করোনাভাইরাসের চিত্রে আরও খানিকটা স্বস্তি রবিবারে। গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল দৈনিক আক্রান্ত ও সংক্রমণের হার (West Bengal Coronavirus Update)।
2/ 8
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড ১৯-এ সংক্রামিত হয়েছেন ৬৯৮০ জন (West Bengal Coronavirus Update)। গতকাল এই সংখ্যাটা ছিল ৯১৯১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা পজিটিভের সংখ্যা বেড়ে হল ১৯.৬৫.২৪৫ জন।
3/ 8
রবিবার করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৪১৮ জন। সুস্থতার হার এই মুহূর্তে রাজ্যে ৯৩.৩৬ শতাংশ। তবে মৃত্যু খুব একটা কমেনি এখনও।
4/ 8
শনিবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ৩৭ জন, রবিবার সেটি কমে হয়েছে ৩৬ (West Bengal Coronavirus Update)। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় ৩৬ জন রাজ্যে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
5/ 8
রাজ্যের করোনা সংক্রমণও খানিকটা কমল রবিবার। শনিবার ছিল ১১.১৩ শতাংশ, সেটি রবিবার আরও কমে হয়েছে ৯.৫৩ শতাংশ, যা যথেষ্ট স্বস্তির বলেই মনে করা হচ্ছে।
6/ 8
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ২১৪ জনের। রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে কলকাতায়, এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্ত ৯৭৩, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৯৬০ জন।
7/ 8
দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৪৮৪, বীরভূমে ৪৪৯, দার্জিলিংয়ে ৪৩৩, পূর্ব বর্ধমানে ৩৯৯। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও সংক্রমণ বেশ বেশির দিকেই রয়েছে। জলপাইগুড়িতে আক্রান্ত ২২০ জন, মালদায় ৩১৩ জন, মুর্শিদাবাদে ২৬২ জন।
8/ 8
কলকাতায় গত একদিনে মারা গিয়েছেন ১০ জন, এর পর বীরভূমে ৬, হাওড়ায় ৬ জন, উত্তর ২৪ পরগনায় ৫ জন, যা চিন্তার। দার্জিলিংয়ে ২ ও দুই দিনাজপুরে ১ জন করে মারা গিয়েছেন উত্তরবঙ্গে।