Weather Forecast: ৭ ডিগ্রিতে নেমেছে পারদ! কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে, নতুন বছরের প্রথমদিনে আরও ঠান্ডা? আবহাওয়ার বড় খবর
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weather Forecast: মরশুমে এই প্রথম ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। গতকাল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি।
*শীতলতম তিলোত্তমা। বছরের শেষ দিনে মরশুমের শীতলতম দিন কলকাতায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রায় প্রতিদিনই নিজের রেকর্ড নিজে ভাঙছে শীত। মরশুমে এই প্রথম ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। গতকাল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি।
advertisement
*মঙ্গলবার ছাড়া, গত শুক্র ও শনিবার ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল তাপমাত্রা। গতকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। ফলে দিনভর হাড়কাঁপুনি ঠান্ডা কলকাতায়। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
advertisement
*ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামী তিন ঘণ্টায় ঘন কুয়াশা সতর্কবার্তা উত্তরবঙ্গের আট জেলা এবং দক্ষিণবঙ্গের দুই জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
advertisement
advertisement
*পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস। তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী ২-৩ দিনে। কলকাতায় আগামীকাল ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। জানুয়ারির প্রথম দু-তিনদিনে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
advertisement
*দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ের ঘুম, সান্দাকফু এবং চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। হালকা বৃষ্টি হবার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
advertisement
advertisement
*নতুন বছরের প্রথম দিনে কুয়াশার ঘনঘটা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গের কিছু এলাকায়। কুয়াশার ঘনঘটা বেশি থাকবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।






