Super Cyclone Jawad: আরও শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদ, বাড়বে গতিবেগ, ঝোড়ো হাওয়ার ব্যাপক সতর্কতা, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Cyclone Jawad|Super Cyclone Jawad|West Bengal Weather Update|India Weather Update|Weather Forecast|National News: আগামী কয়েকদিন প্রাকৃতি দুর্যোগের মুখোমুখি রাজ্যবাসী
অন্ধ্র-ওড়িশা উপকূলে বাঁক নিয়ে আরো শক্তিশালী হবে ঘূর্ণিঝড় জাওয়াদ। বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে ঘূর্ণিঝড়। অভিমুখ বাংলা উপকূল। উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে পুরীর কাছে স্থলভাগ স্পর্শ করতে পারে ঘূর্ণিঝড় এর একাংশ। এর গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। পুরীর পরেই শক্তিক্ষয় করবে জাওয়াদ। নিম্নচাপ রূপে বাংলা উপকূলে পৌঁছোবে। এর জেরে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া। শনিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। কলকাতাতে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে রবিবার। সোমবার পর্যন্ত বাংলায় চলবে দুর্যোগ। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
ঘূর্ণিঝড় জাওয়াদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ সকালেই অন্ধ্র ও ওড়িশা উপকূলে পৌঁছাবে। সেখানেই বাঁক নিয়ে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগোবে। ওড়িশা উপকূল বরাবর যাওয়ার সময় এটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে। পুরীর কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের বৃত্ত স্থলভাগ স্পর্শ করতে পারে। তবে কোনভাবেই ল্যান্ডফল করছে না এই ঘূর্ণিঝড়।পুরীর পরেও এটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগোবে। শক্তিক্ষয় করে এটি ক্রমশ গভীর নিম্নচাপ ওপরে সাধারণ নিম্নচাপ রূপে বাংলা উপকূল দিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। প্রতীকী ছবি ৷
advertisement
এর প্রভাবে বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হবে। রবিবার সকালে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮৫ কিলোমিটার হতে পারে। রবিবার সারাদিন উপকূলের সমুদ্রে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মৎস্যজীবীদের সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা। প্রতীকী ছবি ৷
advertisement
ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা বাংলায়? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। সোমবার পর্যন্ত ভারীবৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। প্রতীকী ছবি ৷
advertisement
শনিবার ৪ ডিসেম্বর ২০২১ । শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ উপকুলের জেলাগুলিতে বৃষ্টি শুরু। পুবালি হাওয়ার দাপট বাড়বে। বিকেলের পর অতি ভারী বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সমুদ্র উপকূলে। সন্ধে থেকে ছয়-সাত ঘণ্টা হাওয়ার দাপট থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
রবিবার ৫ই ডিসেম্বর, রবিবার ঝড় ও বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, হুগলি, এবং হাওড়া থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। প্রতীকী ছবি ৷
advertisement
রবিবার ৫ই ডিসেম্বর, রবিবার ঝড় ও বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, হুগলি, এবং হাওড়া থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। প্রতীকী ছবি ৷
advertisement
সোমবার ৬ ডিসেম্বর। সোমবারেও প্রভাব থাকবে বাংলায়। মেঘলা আকাশ হালকা বৃষ্টি উপকূলসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এবং কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের অন্য বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
শনিবার বৃষ্টি হবে কলকাতায়। দু-এক পশলা মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতাতে। শনিবার বেলা বাড়ার দিকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রবিবার বৃষ্টি ও ঝড়ের ব্যাপকতা বাড়বে কলকাতায়। ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা শহরে। বৃষ্টি চলবে সোমবারেও। প্রতীকী ছবি ৷
advertisement
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৯.৫ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯২ শতাংশ। এই অসময়ের বৃষ্টিতে বেশকিছু শস্যের ক্ষতি হতে পারে। শুক্রবার এর মধ্যে ধান কাটার ব্যবস্থা করতে পারেন। যারা সরষে ও আলু লাগিয়েছেন জমিতে সেই জমিতে যাতে জল না জমে তার জন্য আগাম ড্রেন কেটে রাখতে পারেন। ঝোড়ো হাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের । প্রতীকী ছবি ৷







