Weather Update: আবহাওয়ার জোর পাল্টি, বেলা বাড়লে কি গরম নাকি বৃষ্টি, জানুন ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kolkata Weather Update: আবহাওয়া বদলের আপডেট আগেই দিয়েছিল আবহাওয়া দফতর, তবে এই স্বস্তি কতক্ষণের...
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে৷ ফের ফিল লাইক তাপমাত্রা দুপুর হতেই সহনশীলতার সীমা ছাড়িয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা পেরোবে৷ সঙ্গে অস্বস্তিকর আপেক্ষিক আর্দ্রতা ফের একবার নাজেহাল করবে৷ প্রাক মৌসুমী বায়ুর চলন শুরু হয়ে গেলেও বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভবনা ছিঁটেফোঁটা৷ Photo- Representative
advertisement
পশ্চিমবঙ্গ সহ প্রায় গোটা দেশেই প্রাক মৌসুমী বায়ুর বৃষ্টি শুরু হয়ে গেছে৷ তবুও দেশের বিভিন্ন রাজ্যে গরম বজায় রয়েছে৷ তাপমাত্রা এখনও কিছু জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে৷ স্কাইমেট ওয়েদার আপডেট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় উত্তর পূর্ব ভারত, তেলেঙ্গানা,তামিলনাড়ু, কেরলে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত হবে৷ কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভবনাও জারি রয়েছে৷ Photo- Representative
advertisement
ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু এলাকায় বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রেশ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপে হালকা ও মধ্যম বৃষ্টিপাত হতে পারে৷ এছাড়া মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন,গোয়া, পশ্চিমি হিমালয়, পশ্চিমি মধ্যপ্রদেশ, গুজরাত এক দুটি জায়গায় হালকা বৃষ্টি হবে৷ Photo- Representative
advertisement
advertisement