আজ, বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে বেশ কিছুটা। শুক্রবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির আশঙ্কা। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি।
শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিভিন্ন জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই স্পেলের দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত। শনিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। মালদহ ও দুই দিনাজপুরের নীচের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামিকাল থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, যেটি বিহার ও ওড়িশার উপর দিয়ে গেছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড বাংলা এবং সিকিমে বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও শিলা বৃষ্টির আশঙ্কা। আগামী বুধ ও বৃহস্পতিবার মধ্যপ্রদেশ সহ মধ্য ভারতের বেশকিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির আশঙ্কা মধ্যপ্রদেশ ছত্রিশগড় ও বিদর্ভে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়েলসীমা কর্ণাটক তামিলনাডু পন্ডিচেরি করাইকালে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।