Weather Forecast around Holi: দোলের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? জানুন কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কতটা বাড়বে গরম
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast around Holi: বুধবার পুরুলিয়াতে এবং বৃহস্পতি ও শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহবিদরা।
advertisement
advertisement
ঝাড়খন্ড ও ওড়িশায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও মেঘলা আকাশ। বুধবার পুরুলিয়ায় এবং বৃহস্পতি ও শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
advertisement
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংএ। সিকিম ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী ৪/৫ দিন। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া।কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিনের তাপমাত্রা আরো এক ডিগ্রি বাড়বে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর এবং লাদাখে। বুধ এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে। শিলাবৃষ্টি হতে পারে মঙ্গলবার রাজস্থান, মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে।
advertisement
রাজস্থানে দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। অরুণাচলপ্রদেশ, সিকিম এবং সংলগ্ন পার্বত্য এলাকায় হালকায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে।
advertisement
তাপমাত্রার খুব একটা হেরফের হবে না সারা দেশ জুড়ে। স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। তবে উত্তর-পশ্চিম ভারতে আগামী তিনদিন একই রকম তাপমাত্রা থাকলেও তারপর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রাতে বাড়তে পারে। মধ্য ভারতের মধ্যপ্রদেশ ও বিদর্ভ এলাকায় তাপমাত্রা বৃষ্টির কারণে কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি।