Monsoon in Bengal: বাংলায় কি অবশেষে বর্ষা এল? নাকি এখনও অপেক্ষা চলবে? জানুন আবহাওয়ার আপডেট

Last Updated:
Monsoon in Bengal: ভয়ঙ্কর তাপপ্রবাহ থেকে কলকাতাবাসীকে স্বস্তি দিয়েছে শুক্রবারের বৃষ্টি৷ বর্ষা কি তবে এল অবশেষে?
1/8
ভয়ঙ্কর তাপপ্রবাহ থেকে কলকাতাবাসীকে স্বস্তি দিয়েছে শুক্রবারের বৃষ্টি৷ শনিবার সকালে বৃষ্টি না হলেও মেঘলা আকাশে তাপমাত্রা বেশি অনুভূত হয়নি৷ কমেছে আর্দ্রতাজনিত ঘামের সমস্যাও৷
ভয়ঙ্কর তাপপ্রবাহ থেকে কলকাতাবাসীকে স্বস্তি দিয়েছে শুক্রবারের বৃষ্টি৷ শনিবার সকালে বৃষ্টি না হলেও মেঘলা আকাশে তাপমাত্রা বেশি অনুভূত হয়নি৷ কমেছে আর্দ্রতাজনিত ঘামের সমস্যাও৷
advertisement
2/8
কিন্তু এখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার কোনও লক্ষণ নেই। কারণ ফের ফিরতে পারে অস্বস্তিকর গরম। রাজ্যের পশ্চিমা‍ঞ্চলের জন্য রয়েছে তাপপ্রবাহের আশঙ্কাও।
কিন্তু এখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার কোনও লক্ষণ নেই। কারণ ফের ফিরতে পারে অস্বস্তিকর গরম। রাজ্যের পশ্চিমা‍ঞ্চলের জন্য রয়েছে তাপপ্রবাহের আশঙ্কাও।
advertisement
3/8
তবে স্বস্তি সংবাদ রয়েছে উত্তরবঙ্গের জন্য। আবহবিজ্ঞানীরা জানিয়েছেন কিছু দিনের মধ্যে উত্তর বাংলার পাহাড়ি অংশ ও ডুয়ার্স এবং পড়শি রাজ্য সিকিমে বর্ষা ঢুকছে।
তবে স্বস্তি সংবাদ রয়েছে উত্তরবঙ্গের জন্য। আবহবিজ্ঞানীরা জানিয়েছেন কিছু দিনের মধ্যে উত্তর বাংলার পাহাড়ি অংশ ও ডুয়ার্স এবং পড়শি রাজ্য সিকিমে বর্ষা ঢুকছে।
advertisement
4/8
শনিবার থেকে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সে। বিক্ষিপ্তভাবে হওয়া ভারী বৃষ্টিই সেখানে বর্ষার আগমনী বার্তা।
শনিবার থেকে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সে। বিক্ষিপ্তভাবে হওয়া ভারী বৃষ্টিই সেখানে বর্ষার আগমনী বার্তা।
advertisement
5/8
তবে একই ছবি দক্ষিণ বঙ্গের জন্য নয়। সেখানে সাময়িক বৃষ্টি বর্ষা পৌঁছনর সংবাদ নয়। আবহবিদদের মতে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির কারণ বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প।
তবে একই ছবি দক্ষিণ বঙ্গের জন্য নয়। সেখানে সাময়িক বৃষ্টি বর্ষা পৌঁছনর সংবাদ নয়। আবহবিদদের মতে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির কারণ বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প।
advertisement
6/8
এই জলীয় বাষ্প থেকে স্থানীয় মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘ থেকেই বৃষ্টি হচ্ছে। গরমকালে এ ধরনের বজ্রগর্ভ মেঘ অস্বাভাবিক নয়। বৃষ্টির পাশাপাশি থাকে ঝোড়ো বাতাস ও বজ্রপাত।
এই জলীয় বাষ্প থেকে স্থানীয় মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘ থেকেই বৃষ্টি হচ্ছে। গরমকালে এ ধরনের বজ্রগর্ভ মেঘ অস্বাভাবিক নয়। বৃষ্টির পাশাপাশি থাকে ঝোড়ো বাতাস ও বজ্রপাত।
advertisement
7/8
গাঙ্গেয় বঙ্গে বর্ষা কবে আসবে, এখনও বলতে পারছেন না আবহবিজ্ঞানীরা। কেরলে সবে বৃহস্পতিবার বর্ষা ঢুকেছে। সেটি উত্তরমুখে উঠে কবে বাংলায় আসবে, সে বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা।
গাঙ্গেয় বঙ্গে বর্ষা কবে আসবে, এখনও বলতে পারছেন না আবহবিজ্ঞানীরা। কেরলে সবে বৃহস্পতিবার বর্ষা ঢুকেছে। সেটি উত্তরমুখে উঠে কবে বাংলায় আসবে, সে বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা।
advertisement
8/8
উত্তরবঙ্গে বর্ষার আগমন মূলত উত্তর পূর্ব ভারত থেকে বলে ধারণা বিজ্ঞানীদের। তাই বর্ষার জন্য দক্ষিণবঙ্গ তথা গাঙ্গেয় বঙ্গের অপেক্ষা এখনও শেষ হয়নি।
উত্তরবঙ্গে বর্ষার আগমন মূলত উত্তর পূর্ব ভারত থেকে বলে ধারণা বিজ্ঞানীদের। তাই বর্ষার জন্য দক্ষিণবঙ্গ তথা গাঙ্গেয় বঙ্গের অপেক্ষা এখনও শেষ হয়নি।
advertisement
advertisement
advertisement