

উৎকন্ঠার শেষে প্রকাশিত চলতি বছরের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল ৷ সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার জয়েন্টের ফল ঘোষণা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷ পরীক্ষার ২৪ দিনের মাথায় ফলপ্রকাশ ৷ প্রতীকী ছবি ৷


এবার মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে দূর্গাপুরের পড়ুয়া সোহম মিস্ত্রি ৷ সোহম দূর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র ৷ দ্বিতীয় স্থানে কলকাতার ছেলে সাউথ পয়েন্ট স্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তৃতীয় স্থানে ফের হেমশীলা মডেল স্কুলের কৌস্তভ সেন ৷ প্রতীকী ছবি ৷


ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ অঙ্গীকার ঘোষাল ৷ সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র অঙ্গীকার ৷ পঞ্চম সোনারপুর সারদা বিদ্যাপীঠের অর্ক দাস ৷ প্রতীকী চিত্র


ইঞ্জিনিয়ারিংয়ে ষষ্ঠ স্নেহিন সেন ৷ দিল্লি পাবলিক স্কুলের ছাত্র স্নেহিন ৷ সপ্তম স্থানে রাজবার্নপুর রিভার সাইড স্কুলের ছাত্র বিনীত ৷


ইঞ্জিনিয়ারিংয়ে অষ্টম সল্টলেক পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের ছাত্র ঋষভ আগরওয়াল ৷ নবমসুধীর মেমোরিয়াল ইন্সস্টিটিউশনের ছাত্র অভিনব দত্ত ৷ দশম হেমশিলা মডেল স্কুলের শুভজ্যোতি ঘোষ ৷