'আমার জিনিস অন্যরা দেখবে কেন?', স্মার্ট নন্দিনী দিদির বয়ফ্রেন্ড রেগে আগুন

Last Updated:
Nandini Didi: স্মার্ট নন্দিনী দিদি-র বয়ফ্রেন্ড কে? কেন তিনি এতটা রেগে গেলেন!
1/5
কলকাতা: ভার্চুয়াল দুনিয়ায় তিনি এখন সুপারহিট। একটা সময় সোশ্য়াল মিডিয়া কাঁপিয়েছিলেন রাণু মণ্ডল, বাদাম কাকুরা। কিন্তু ভাইরাল হওয়া কাউকে নিয়েই বেশিদিন আলোচনা চলে না, এটাই যেন দস্তুর! আর এখন সোশ্যাল মিডিয়ায় নন্দিনী দিদির রাজত্ব।
কলকাতা: ভার্চুয়াল দুনিয়ায় তিনি এখন সুপারহিট। একটা সময় সোশ্য়াল মিডিয়া কাঁপিয়েছিলেন রাণু মণ্ডল, বাদাম কাকুরা। কিন্তু ভাইরাল হওয়া কাউকে নিয়েই বেশিদিন আলোচনা চলে না, এটাই যেন দস্তুর! আর এখন সোশ্যাল মিডিয়ায় নন্দিনী দিদির রাজত্ব।
advertisement
2/5
অনেকেই তাঁকে ডাকেন, স্মার্ট দিদি নামে। রোজই তাঁর ডালহৌসি চত্বরের পাইস হোটেলের সামনে গিয়ে ভিড় করে ইউটিউবাররা। আর রোজই তাদের সামলাতে হিমশিম খান স্মার্ট দিদি। কখনও বচসাও বাঁধে। আবার সেটাও কন্টেন্ট হয়ে যায়।
অনেকেই তাঁকে ডাকেন, স্মার্ট দিদি নামে। রোজই তাঁর ডালহৌসি চত্বরের পাইস হোটেলের সামনে গিয়ে ভিড় করে ইউটিউবাররা। আর রোজই তাদের সামলাতে হিমশিম খান স্মার্ট দিদি। কখনও বচসাও বাঁধে। আবার সেটাও কন্টেন্ট হয়ে যায়।
advertisement
3/5
এখনও পর্যন্ত তাঁর আসল নাম কেউ জানতে পারেনি। কখনও শোনা যায়, তাঁর নাম নন্দিনী, কখনও কেউ বলেন তাঁর নাম মমতা। সেই সুন্দরী দিদিকে দেখে অনেক পুরুষেরই রাতের ঘুম উড়েছিল। কিন্তু দিদি আগেই জানিয়েছিলেন, তিনি কমিটেড রিলেশনশিপ-এ রয়েছেন।
এখনও পর্যন্ত তাঁর আসল নাম কেউ জানতে পারেনি। কখনও শোনা যায়, তাঁর নাম নন্দিনী, কখনও কেউ বলেন তাঁর নাম মমতা। সেই সুন্দরী দিদিকে দেখে অনেক পুরুষেরই রাতের ঘুম উড়েছিল। কিন্তু দিদি আগেই জানিয়েছিলেন, তিনি কমিটেড রিলেশনশিপ-এ রয়েছেন।
advertisement
4/5
নন্দিনী দিদি এবার জানালেন, কেউ তাঁর গায়ে হাত দিক, সেটা তাঁর বয়ফ্রেন্ড একেবারেই পছন্দ করেন না। ইউটিউবের একটি টক শো-তে স্মার্ট দিদি এসেছিলেন অতিথি হয়ে। সেখানেই তিনি বলেন, কেউ ইউ টিউব কন্টেন্ট বানাতে এসে আমার গায়ে হাত দিক, সেটা আমার বয়ফ্রেন্ড পছন্দ করে না। তা সে আমাকে বোন বলুক বা দিদি । আমার বয়ফ্রেন্ড বলে, আমার জিনিস অন্যরা দেখবে কেন!
নন্দিনী দিদি এবার জানালেন, কেউ তাঁর গায়ে হাত দিক, সেটা তাঁর বয়ফ্রেন্ড একেবারেই পছন্দ করেন না। ইউটিউবের একটি টক শো-তে স্মার্ট দিদি এসেছিলেন অতিথি হয়ে। সেখানেই তিনি বলেন, কেউ ইউ টিউব কন্টেন্ট বানাতে এসে আমার গায়ে হাত দিক, সেটা আমার বয়ফ্রেন্ড পছন্দ করে না। তা সে আমাকে বোন বলুক বা দিদি । আমার বয়ফ্রেন্ড বলে, আমার জিনিস অন্যরা দেখবে কেন!
advertisement
5/5
স্মার্ট দিদি এবার জানালেন, তাঁরা এবার বিয়েটা সেরে ফেলতে চান। অনেকদিন ধরেই তাঁরা ডেট করছেন। তবে এখনও নিজের বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে আনেননি স্মার্ট দিদি। যদিও মুখে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড একটু রক্ষণশীল ধরণের। 
স্মার্ট দিদি এবার জানালেন, তাঁরা এবার বিয়েটা সেরে ফেলতে চান। অনেকদিন ধরেই তাঁরা ডেট করছেন। তবে এখনও নিজের বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে আনেননি স্মার্ট দিদি। যদিও মুখে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড একটু রক্ষণশীল ধরণের। 
advertisement
advertisement
advertisement