Viral Bengali Wedding: বর-কনের কোলে 'ওটা' কী! বাঙালি যুগলের বিয়ের ছবি কাঁপাচ্ছে আসমুদ্রহিমাচল! দেখেই পায়ের তলা থেকে সরবে মাটি
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral Bengali Wedding: বর-কনে দুজনের আধবোজা চোখে এক ইথার তরঙ্গ খেলে যাচ্ছে। কিন্তু তারপর?
advertisement
একটি ছবিতে দেখা যায় মধ্যবয়সি দম্পতি যুগল ঠোঁটের কাছে ঠোঁটও রেখেছেন। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। কারণ, এখানে দাবি করা হয়েছে এভাবেই নাকি বাঙালিরা বিয়ে করে। মোদ্দা কথা হল এটাই নাকি বিগ বং ওয়েডিং। বাঙালির চেনা চিরাচরিত বিয়ে কালচার। বলাই বাহুল্য শিল্পীর কল্পনা মেশানো এই সৃষ্টিতে অনেকটাই বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত বলে মনে হতে পারে। কিন্তু এই মুহূর্তে এই ছবি দেখে আসমুদ্রহিমাচল তোলপাড়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









