Viral Bengali Wedding: বর-কনের কোলে 'ওটা' কী! বাঙালি যুগলের বিয়ের ছবি কাঁপাচ্ছে আসমুদ্রহিমাচল! দেখেই পায়ের তলা থেকে সরবে মাটি

Last Updated:
Viral Bengali Wedding: বর-কনে দুজনের আধবোজা চোখে এক ইথার তরঙ্গ খেলে যাচ্ছে। কিন্তু তারপর?
1/7
একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন আবেশে। বর-কনে দুজনের আধবোজা চোখে এক ইথার তরঙ্গ খেলে যাচ্ছে। কিন্তু তারপর? মস্তো বড় মাছ বর-কনের কোলে। যা দেখলে ছিটকে যাবেন আপনিও। এমন বিয়ের ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।
একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন আবেশে। বর-কনে দুজনের আধবোজা চোখে এক ইথার তরঙ্গ খেলে যাচ্ছে। কিন্তু তারপর? মস্তো বড় মাছ বর-কনের কোলে। যা দেখলে ছিটকে যাবেন আপনিও। এমন বিয়ের ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।
advertisement
2/7
একটি ছবিতে দেখা যায় মধ্যবয়সি দম্পতি যুগল ঠোঁটের কাছে ঠোঁটও রেখেছেন। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। কারণ, এখানে দাবি করা হয়েছে এভাবেই নাকি বাঙালিরা বিয়ে করে। মোদ্দা কথা হল এটাই নাকি বিগ বং ওয়েডিং। বাঙালির চেনা চিরাচরিত বিয়ে কালচার। বলাই বাহুল্য শিল্পীর কল্পনা মেশানো এই সৃষ্টিতে অনেকটাই বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত বলে মনে হতে পারে। কিন্তু এই মুহূর্তে এই ছবি দেখে আসমুদ্রহিমাচল তোলপাড়।
একটি ছবিতে দেখা যায় মধ্যবয়সি দম্পতি যুগল ঠোঁটের কাছে ঠোঁটও রেখেছেন। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। কারণ, এখানে দাবি করা হয়েছে এভাবেই নাকি বাঙালিরা বিয়ে করে। মোদ্দা কথা হল এটাই নাকি বিগ বং ওয়েডিং। বাঙালির চেনা চিরাচরিত বিয়ে কালচার। বলাই বাহুল্য শিল্পীর কল্পনা মেশানো এই সৃষ্টিতে অনেকটাই বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত বলে মনে হতে পারে। কিন্তু এই মুহূর্তে এই ছবি দেখে আসমুদ্রহিমাচল তোলপাড়।
advertisement
3/7
ইন্টারনেটের দুনিয়ায় কী না হয়। আর একথা কে না জানে যে সোশ্যাল মিডিয়ার দৌলতে গল্পের গরু হামেশাই গাছে চড়ে। এক্ষেত্রেও হয়েছে তাই। যদিও যে ছবি ভাইরাল হয়েছে সেটি আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সের মাধ্যমে করা হয়েছে। তবু ছবিকে সমালোচনা করার সুযোগ হাতছাড়া করতে নারাজ নেটিজেনদের একাংশ।
ইন্টারনেটের দুনিয়ায় কী না হয়। আর একথা কে না জানে যে সোশ্যাল মিডিয়ার দৌলতে গল্পের গরু হামেশাই গাছে চড়ে। এক্ষেত্রেও হয়েছে তাই। যদিও যে ছবি ভাইরাল হয়েছে সেটি আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সের মাধ্যমে করা হয়েছে। তবু ছবিকে সমালোচনা করার সুযোগ হাতছাড়া করতে নারাজ নেটিজেনদের একাংশ।
advertisement
4/7
প্রশ্ন উঠেছে এভাবে কেন বাঙালির বিয়ে কালচারকে অপমান করা হবে? আসলে, বাঙালির মাছ-প্রীতির কথা সবার জানা। আর তাকেই হাতিয়ার করে বিশাল আকারের একটি মাছ-সহ ছবি দেওয়া হয়েছে দম্পতির। @baghardh নামের এক ট্যুইটার ইউজার এই ছবি এই ছবি পোস্ট করেছেন।
প্রশ্ন উঠেছে এভাবে কেন বাঙালির বিয়ে কালচারকে অপমান করা হবে? আসলে, বাঙালির মাছ-প্রীতির কথা সবার জানা। আর তাকেই হাতিয়ার করে বিশাল আকারের একটি মাছ-সহ ছবি দেওয়া হয়েছে দম্পতির। @baghardh নামের এক ট্যুইটার ইউজার এই ছবি এই ছবি পোস্ট করেছেন।
advertisement
5/7
এই পোস্টে শুধু বাঙালির বিয়ে নয়। বিভিন্ন রাজ্যের মানুষের বিয়ে সংস্কৃতি দেখানো হয়েছে। তবে সবথেকে শোরগোল ফেলেছে বাঙালির বিয়ে নামে চালানো ছবিটি। একজন নেটিজেন লিখেছেন, 'এত বড় মাছ কোথায় পেলেন?' অপরজন কমেন্ট করেছেন, 'ভয়াবহ। দেখেই ভয় লাগছে।'
এই পোস্টে শুধু বাঙালির বিয়ে নয়। বিভিন্ন রাজ্যের মানুষের বিয়ে সংস্কৃতি দেখানো হয়েছে। তবে সবথেকে শোরগোল ফেলেছে বাঙালির বিয়ে নামে চালানো ছবিটি। একজন নেটিজেন লিখেছেন, 'এত বড় মাছ কোথায় পেলেন?' অপরজন কমেন্ট করেছেন, 'ভয়াবহ। দেখেই ভয় লাগছে।'
advertisement
6/7
একইভাবে পঞ্জাবি, গুজরাতি এবং রাজস্থানিদের বিয়ের ছবিও পোস্ট করা হয়েছে।
একইভাবে পঞ্জাবি, গুজরাতি এবং রাজস্থানিদের বিয়ের ছবিও পোস্ট করা হয়েছে।
advertisement
7/7
প্রতিটি ছবিই সমালোচনার মুখে পড়েছে। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তোলপাড় নেটিজেনদের মধ্যে।
প্রতিটি ছবিই সমালোচনার মুখে পড়েছে। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তোলপাড় নেটিজেনদের মধ্যে।
advertisement
advertisement
advertisement