Cervical Cancer: মহিলাদের জন্য মিরাকেল খবর, প্রস্তুত জরায়ুর ক্যানসার প্রতিরোধের ভ্যাকসিন, দামও সাধ্যের মধ্যে
- Published by:Debalina Datta
Last Updated:
করোনা টিকা তৈরি করে বিশ্ব জুড়ে কোভিড সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পুণের সিরাম ইনস্টিটিউট। এ বার সেই আদার পুণাওয়ালার সংস্থা সিরামই বাজারে আনতে চলেছে জরায়ুমুখ ক্যানসারের টিকা।
#কলকাতা: আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বাজারে পাওয়া যাবে সারভাইকাল ক্যানসার বা জরায়ু মুখ ক্যানসারের প্রথম টিকা। পুনের সিরাম ইনস্টিটিউটের তৈরি নয়া এই প্রতিষেধকের দাম রাখা হবে আম জনতার নাগালের মধ্যেই। দেশের মানুষের আর্থসামাজিক দিকের কথা মাথায় রেখেই পুরো দেশ জুড়ে মাত্র ২০০ থেকে ৪০০ টাকার মধ্যেই দেশের মেয়েরা জরায়ু মুখ ক্যানসারের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে। কমবে কর্কট রোগে আক্রান্ত মারণ এই রোগের ঝুঁকি।
advertisement
কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ - বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানে জানান, ‘‘জরায়ুমুখ ক্যানসারের টিকা তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এ বার অতি দ্রুত সাধারণের কাছে তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে হবে।’’ কেন্দ্রীয় প্রতি মন্ত্রী এদিন আরও বলেন, ‘‘কোভিড পরিস্থিতি প্রতিরোধ মূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে। এর ফলস্বরূপ সারভাইকাল ক্যানসারের টিকার মতো প্রতিষেধক তৈরির কাজ দ্রুততার সঙ্গে শেষ করা সম্ভব হয়েছে। বৈজ্ঞানিক আবিষ্কারগুলি সব সময়ে তাঁদের প্রাপ্য সম্মান পায় না। কর্কট রোগের ক্ষেত্রে দেশের বিজ্ঞানীরা এত বড় সাফল্য পেয়েছেন আর তাঁদের এই সাফল্য উদযাপনের করতেই আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’’
advertisement
করোনা টিকা তৈরি করে বিশ্ব জুড়ে কোভিড সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পুণের সিরাম ইনস্টিটিউট। এ বার সেই আদার পুণাওয়ালার সংস্থা সিরামই বাজারে আনতে চলেছে জরায়ুমুখ ক্যানসারের টিকা। এই ক্যানসারের পিছনে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর সেই ভাইরাসকে রুখতেই কাজে আসবে সিরামের এই নয়া টিকা।
advertisement
বৃহস্পতিবার সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার আদার পুনাওয়ালা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘জরায়ু মুখ ক্যানসারের টিকার দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যেই ধার্য করা হবে। চূড়ান্ত দাম এখনও নির্ধারণ করা বাকি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই এই টিকা বাজারে আনতে পারব বলে আমরা আশাবাদী। প্রথম পর্যায় কেবল সরকারি হাসপাতাল গুলি থেকেই এই টিকা নেওয়া যাবে। পরের বছর থেকে কিছু বেসরকারি মাধ্যমেও এই টিকা পাওয়া যাবে।" Input- Onkar Sarkar