West Bengal Weather: কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টি, কোথাও বা পরিষ্কার আকাশ, আবহাওয়ার খেলা চলছে, জানুন আপডেট
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather: উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং জেড স্ট্রিম উইন্ড রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ. উত্তরাখণ্ড, পঞ্জাব ও হরিয়ানাতে।
advertisement
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন নদিয়া মুর্শিদাবাদেও কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ সকালের দিকে। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামিকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে।
advertisement
উত্তরবঙ্গ দার্জিলিং এবং কালিম্প-এ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
advertisement
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু ও কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায়। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পঞ্জাব ও সংলগ্ন এলাকায়। মঙ্গলবার হরিয়ানাতে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
গুজরাত-সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কচ্ছ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টায় গুজরাত ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গল ও বুধবার একই পরিস্থিতি বজায় থাকবে এই জোনে। বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিনে অন্তত তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে গুজরাত ও মহারাষ্ট্র সংলগ্ন এলাকাতে।