অর্থিক সঙ্কট, শতবর্ষে পুজোর জন্য ভাঁড়ে টাকা জমাবেন টালার বাসিন্দারা
- Published by:Shubhagata Dey
Last Updated:
এলাকায় প্রায় দুইশোটি বাড়িতে টালা বারোয়ারীর তরফে দেওয়া হল ভাঁড়। প্রত্যাশা টাকা জমিয়ে পুজোর সময় পুজো উদ্যোক্তাদের ফিরিয়ে দেবে ভাঁড়।
advertisement
*যদিও গতবছর অর্থের প্রয়োজন না হলেও, ভাবনার কুর্নিশ করেছিলেন সকলেই। সেইদিনের ভাঁড় এখনও অক্ষত অবস্থায় রাখা হয়েছে। কারণ খুঁটিপুজোর মত শুভদিনে হিসাব হবে শ্রীনিধির দেওয়া অর্থের। সেদিনের আগে শ্রীনিধির বাবা সৌরভ গঙ্গোপাধ্যায় ঘূণাক্ষরেও বুঝতে পারেননি তার ছোট্ট মেয়ে এমন কান্ড ঘটাবে। তিনি বললেন সংসারে আর পাঁচটা আলোচার মত প্রতিদিন পুজোর বাজেটের আলোচনাও হয়। হয়তো সেখান থেকেই ভাবতে শুরু করেছিল শ্রীনিধি।
advertisement
advertisement
*প্রথম দফায় রবিবার দুপুরে ২০০ বাড়িতে ভাঁড় দেওয়া হয়। অনুরোধ জানান হয়, একটু মনে করে টাকা জমিয়ে তা যেন তুলে দেওয়া হয় টালা বারোয়ারীর পুজোর সাহায্যার্থে। যা পাড়ার সকলেই এক কথায় গ্রহণ করেছেন। অনেকেই জানিয়েছেন, সংসার সামলে অনেক মহিলা সদস্যরাই টাকা রাখেন লক্ষীর ঘটে, এই বছর না হয় তাঁরা কিছু টাকা মা দূর্গার ঘটে রাখবেন।
advertisement
*টালা বারোয়ারীর উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য জানান, আর্থিক মন্দার বাজারে এখন ভরসা ভাঁড়গুলো। কিছুটা টাকা জমিয়ে দিলেও সমস্যার সমাধান হবে, তবে চাঁদা উঠবে প্রতি বছরের মতই। থিমের পুজোয় টালা থাকলেও এই উদ্যোগ দেখে অনেকেই মনে করছেন উত্তর কলকাতার সাবেকি পুজো ফিরিয়ে আনল টালা। এইভাবেই তো শুরু হয়েছিল সর্বজনীন পুজো।