SSC Supreme Court Verdict: কেন চাকরি গেল ২৫,০০০ জনের? সংবিধানের কোন ২ ধারা লঙ্ঘিত, নিয়োগ প্রক্রিয়া কেন কলুষিত, ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সকলের চাকরি কেন বাতিল করল শীর্ষ আদালত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, সংবিধানের দু’টি ধারা লঙ্ঘন করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
এদিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সংবিধান আর্টিকল ১৪ এবং আর্টিকল ১৬ -এর পরিপন্থী কাজ হয়েছে এই চার নিয়োগ প্রক্রিয়ায়৷ গোটা নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত হয়েছে৷ সেই কারণে হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট৷ এক্ষেত্রে,কারা যোগ্য কারা অযোগ্য তা প্রামাণ্য রূপে আলাদা করা সম্ভব নয়৷
advertisement
সংবিধানের আর্টিকল ১৪ আইনের চোখে সকলের সমানাধিকারকে নিশ্চিত করে এবং আর্টিকল ১৬ এ যাবতীয় সরকারি চাকরিতে সকলের সমানাধিকারকে নিশ্চিত করে৷ ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় সংবিধানের এই দুই আর্টিকলই লঙ্ঘিত হয়েছে বলে মত সুপ্রিম কোর্টের৷ গোটা নিয়োগ প্রক্রিয়াই কলুষিত হয়েছে বলে অভিমত বিচারপতিদের৷