SSC Supreme Court Verdict: কেন চাকরি গেল ২৫,০০০ জনের? সংবিধানের কোন ২ ধারা লঙ্ঘিত, নিয়োগ প্রক্রিয়া কেন কলুষিত, ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট

Last Updated:
সকলের চাকরি কেন বাতিল করল শীর্ষ আদালত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, সংবিধানের দু’টি ধারা লঙ্ঘন করা হয়েছে৷
1/6
২০২৪ সালের ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির বিশেষ বেঞ্চ৷ মানবিক কারণে ক্যানসার আক্রান্ত সোমা দাস ছাড়া প্রায় ২৬ হাজার মানুষ চাকরি হারিয়েছিলেন সেই সময়েই৷
২০২৪ সালের ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির বিশেষ বেঞ্চ৷ মানবিক কারণে ক্যানসার আক্রান্ত সোমা দাস ছাড়া প্রায় ২৬ হাজার মানুষ চাকরি হারিয়েছিলেন সেই সময়েই৷
advertisement
2/6
এরপরে এই রায় বাতিল করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সহ অনেকেই৷ সেই মামলারই শুনানি শেষ হয় ফেব্রুয়ারিতে৷ রায়দান পর্ব ছিল আজ, বৃহস্পতিবার৷
এরপরে এই রায় বাতিল করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সহ অনেকেই৷ সেই মামলারই শুনানি শেষ হয় ফেব্রুয়ারিতে৷ রায়দান পর্ব ছিল আজ, বৃহস্পতিবার৷
advertisement
3/6
রায় শেষে জানা যায়, ২০১৬ সালের এসএসসি-র মোট নিয়োগপত্র ছিল ২৫,৮৪৪৷ মোট নিয়োগ হয়েছিল ২৫,৭৫৩ জনের৷ তার মধ্যে ইনসার্ভিস ছিলেন ৪২৫(প্রায়)৷ তাঁরা ফিরবেন পুরনো কর্মস্থলে। সেইকারণে ২০১৬ সালের এসএসএসি-র পুরো প্যানেল বাতিল হওয়ায় সর্বমোট চাকরি বাতিল করা হল ২৫,৩২৭ জনের৷
রায় শেষে জানা যায়, ২০১৬ সালের এসএসসি-র মোট নিয়োগপত্র ছিল ২৫,৮৪৪৷ মোট নিয়োগ হয়েছিল ২৫,৭৫৩ জনের৷ তার মধ্যে ইনসার্ভিস ছিলেন ৪২৫(প্রায়)৷ তাঁরা ফিরবেন পুরনো কর্মস্থলে। সেইকারণে ২০১৬ সালের এসএসএসি-র পুরো প্যানেল বাতিল হওয়ায় সর্বমোট চাকরি বাতিল করা হল ২৫,৩২৭ জনের৷
advertisement
4/6
সকলের চাকরি কেন বাতিল করল শীর্ষ আদালত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, সংবিধানের দু’টি ধারা লঙ্ঘন করা হয়েছে৷
সকলের চাকরি কেন বাতিল করল শীর্ষ আদালত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, সংবিধানের দু’টি ধারা লঙ্ঘন করা হয়েছে৷
advertisement
5/6
এদিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সংবিধান আর্টিকল ১৪ এবং আর্টিকল ১৬ -এর পরিপন্থী কাজ হয়েছে এই চার নিয়োগ প্রক্রিয়ায়৷ গোটা নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত হয়েছে৷ সেই কারণে হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট৷ এক্ষেত্রে,কারা যোগ্য কারা অযোগ্য তা প্রামাণ্য রূপে আলাদা করা সম্ভব নয়৷
এদিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সংবিধান আর্টিকল ১৪ এবং আর্টিকল ১৬ -এর পরিপন্থী কাজ হয়েছে এই চার নিয়োগ প্রক্রিয়ায়৷ গোটা নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত হয়েছে৷ সেই কারণে হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট৷ এক্ষেত্রে,কারা যোগ্য কারা অযোগ্য তা প্রামাণ্য রূপে আলাদা করা সম্ভব নয়৷
advertisement
6/6
 সংবিধানের আর্টিকল ১৪ আইনের চোখে সকলের সমানাধিকারকে নিশ্চিত করে এবং আর্টিকল ১৬ এ যাবতীয় সরকারি চাকরিতে সকলের সমানাধিকারকে নিশ্চিত করে৷ ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় সংবিধানের এই দুই আর্টিকলই লঙ্ঘিত হয়েছে বলে মত সুপ্রিম কোর্টের৷ গোটা নিয়োগ প্রক্রিয়াই কলুষিত হয়েছে বলে অভিমত বিচারপতিদের৷
সংবিধানের আর্টিকল ১৪ আইনের চোখে সকলের সমানাধিকারকে নিশ্চিত করে এবং আর্টিকল ১৬ এ যাবতীয় সরকারি চাকরিতে সকলের সমানাধিকারকে নিশ্চিত করে৷ ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় সংবিধানের এই দুই আর্টিকলই লঙ্ঘিত হয়েছে বলে মত সুপ্রিম কোর্টের৷ গোটা নিয়োগ প্রক্রিয়াই কলুষিত হয়েছে বলে অভিমত বিচারপতিদের৷
advertisement
advertisement
advertisement