CPIM-SFI: SFI থেকে সরছেন সৃজন-প্রতীকউর, ৬ বছর পর নেতৃত্ব পরিবর্তন! বড় বদল বাম শিবিরে

Last Updated:
CPIM-SFI: সৃজন এবং প্রতীকউর ৬ বছর এসএফআই-র কাজ সামলেছেন। বামফ্রন্ট সরকারের বিদায়ের পর এবছরই প্রথমবার তারা ৮ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে রাজ্যজুড়ে।
1/7
*এসএফআই থেকে সরছেন সৃজন ভট্টাচার্য, প্রতীকউর রহমান। সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হিসেবে এসএফআই কলকাতা জেলার সভাপতি দেবাঞ্জন দে-র নাম নিয়ে জল্পনা বাড়ছে। সংগৃহীত ছবি। 
*এসএফআই থেকে সরছেন সৃজন ভট্টাচার্য, প্রতীকউর রহমান। সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হিসেবে এসএফআই কলকাতা জেলার সভাপতি দেবাঞ্জন দে-র নাম নিয়ে জল্পনা বাড়ছে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*সৃজন এবং প্রতীকউর ৬ বছর এসএফআইয়ের দায়িত্ব সামলাচ্ছেন। এ বার তাঁদের আরও বড় দায়িত্ব দিতে চলেছে আলিমুদ্দিন নিয়ম মেনে। লোকসভা ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে তাঁদের। সংগৃহীত ছবি। 
*সৃজন এবং প্রতীকউর ৬ বছর এসএফআইয়ের দায়িত্ব সামলাচ্ছেন। এ বার তাঁদের আরও বড় দায়িত্ব দিতে চলেছে আলিমুদ্দিন নিয়ম মেনে। লোকসভা ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে তাঁদের। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*সূত্রের খবর, সৃজন এবং প্রতীকউর এসএফআই-র কাজ করছেন বহুদিন ধরে। তাই নির্বাচনের আগে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সব বিবেচনা করেই এ বারে তাঁরা সম্ভবত দলে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। সংগৃহীত ছবি। 
*সূত্রের খবর, সৃজন এবং প্রতীকউর এসএফআই-র কাজ করছেন বহুদিন ধরে। তাই নির্বাচনের আগে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সব বিবেচনা করেই এ বারে তাঁরা সম্ভবত দলে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*আগামী ২২-২৪ জানুয়ারি মালদহে অনুষ্ঠিত হতে চলেছে বাম ছাত্র সংগঠন এসএফআই-র ৩৮তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। ২৪ তারিখ মালদহে প্রকাশ্য সমাবেশে প্রতীকউর রহমান, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, ময়ূখ বিশ্বাসদের পাশাপাশি বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী। সংগৃহীত ছবি। 
*আগামী ২২-২৪ জানুয়ারি মালদহে অনুষ্ঠিত হতে চলেছে বাম ছাত্র সংগঠন এসএফআই-র ৩৮তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। ২৪ তারিখ মালদহে প্রকাশ্য সমাবেশে প্রতীকউর রহমান, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, ময়ূখ বিশ্বাসদের পাশাপাশি বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*সম্মেলনকে কেন্দ্র করে মালদহ তো বটেই, রাজ্যের অন্যান্য জেলাতেও বিভিন্ন অভিনব কর্মসূচির উদ্যোগ নিচ্ছে এসএফআই। সংগৃহীত ছবি। 
*সম্মেলনকে কেন্দ্র করে মালদহ তো বটেই, রাজ্যের অন্যান্য জেলাতেও বিভিন্ন অভিনব কর্মসূচির উদ্যোগ নিচ্ছে এসএফআই। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*বামফ্রন্ট সরকারের বিদায়ের পর এবছরই প্রথমবার তারা ৮ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে রাজ্যজুড়ে। সংগৃহীত ছবি। 
*বামফ্রন্ট সরকারের বিদায়ের পর এবছরই প্রথমবার তারা ৮ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে রাজ্যজুড়ে। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*সম্প্রতি ব্রিগেড সমাবেশ উদ্দীপনা যুগিয়েছে তরুণ প্রজন্মের বাম কর্মীদের। অগ্রগতির আবহেই এসএফআই-এর সম্মেলন নতুন করে অক্সিজেন দেবে বাম শিবিরকে, আশাবাদী ছাত্রনেতারা। সংগৃহীত ছবি।
*সম্প্রতি ব্রিগেড সমাবেশ উদ্দীপনা যুগিয়েছে তরুণ প্রজন্মের বাম কর্মীদের। অগ্রগতির আবহেই এসএফআই-এর সম্মেলন নতুন করে অক্সিজেন দেবে বাম শিবিরকে, আশাবাদী ছাত্রনেতারা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement