Kolkata News: ট্যাক্সির উপর আঁকা হল ছবি, নতুন বছরের শুরুটা রং-তুলিতে মাতিয়ে দিল বিশেষভাবে সক্ষম শিশুরা, জমজমাট ক্যারাভান উইন্টার কার্নিভ্যাল

Last Updated:
সাধারণত কোনও কার্নিভাল সেজে ওঠে প্রফেশনাল শিল্পীদের হাতে। কিন্তু ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখল ক্যারাভান কার্নিভাল। বিশেষভাবে সক্ষম ছোট ছোট শিল্পীরাই আঁকছে, সাজাচ্ছে দক্ষিণ কলকাতার শীতের এই মেলা।
1/6
নিউ ইয়ার গ্রিন্টিংস কার্ড এখন আর তেমন নেই। শুধু মোবাইলেই ই কার্ড নববর্ষের শুভেচ্ছা। তাই বিশেষ ভাবে সক্ষম শিশুরা আর আর্ট কলেজের শিল্পীরা মিলে শহরের দেওয়াল আর ট্যাক্সিতে আঁকল হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংস কার্ড৷ এই বিশেষ উদ্যোগে ছিল ক্যারাভান উইন্টার কার্নিভাল।
নিউ ইয়ার গ্রিন্টিংস কার্ড এখন আর তেমন নেই। শুধু মোবাইলেই ই কার্ড নববর্ষের শুভেচ্ছা। তাই বিশেষ ভাবে সক্ষম শিশুরা আর আর্ট কলেজের শিল্পীরা মিলে শহরের দেওয়াল আর ট্যাক্সিতে আঁকল হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংস কার্ড৷ এই বিশেষ উদ্যোগে ছিল ক্যারাভান উইন্টার কার্নিভাল।
advertisement
2/6
বেলুন ওড়ানো, সঙ্গে তাদের পছন্দের কার্টুন ক্যারেক্টাররা জীবন্ত হয়ে ঘুরেল এই মেলায়। যুদ্ধ নয় শান্তি চাই, ২০২৬ নতুন বছর নিয়ে এমন অনেক উইশ লিখল বিশেষভাবে সক্ষম শিশুরা।
বেলুন ওড়ানো, সঙ্গে তাদের পছন্দের কার্টুন ক্যারেক্টাররা জীবন্ত হয়ে ঘুরেল এই মেলায়। যুদ্ধ নয় শান্তি চাই, ২০২৬ নতুন বছর নিয়ে এমন অনেক উইশ লিখল বিশেষভাবে সক্ষম শিশুরা।
advertisement
3/6
অন্তরা, অঙ্কন, রত্না , শ্রমণা । ওরাই আঁকছে হলুদ ট্যাক্সির ওপর। ওরাই আঁকছে দেওয়ালে দেওয়ালে। ওরা বিশেষ ভাবে সক্ষম শিশু কিশোর কিশোরী। ওদের আঁকা ওদের সাজেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার ক্যারাভান কার্নিভাল।
অন্তরা, অঙ্কন, রত্না , শ্রমণা । ওরাই আঁকছে হলুদ ট্যাক্সির ওপর। ওরাই আঁকছে দেওয়ালে দেওয়ালে। ওরা বিশেষ ভাবে সক্ষম শিশু কিশোর কিশোরী। ওদের আঁকা ওদের সাজেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার ক্যারাভান কার্নিভাল।
advertisement
4/6
সাধারণত কোনও কার্নিভাল সেজে ওঠে প্রফেশনাল শিল্পীদের হাতে। কিন্তু ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখল ক্যারাভান কার্নিভাল। বিশেষভাবে সক্ষম ছোট ছোট শিল্পীরাই আঁকছে, সাজাচ্ছে দক্ষিণ কলকাতার শীতের এই মেলা।
সাধারণত কোনও কার্নিভাল সেজে ওঠে প্রফেশনাল শিল্পীদের হাতে। কিন্তু ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখল ক্যারাভান কার্নিভাল। বিশেষভাবে সক্ষম ছোট ছোট শিল্পীরাই আঁকছে, সাজাচ্ছে দক্ষিণ কলকাতার শীতের এই মেলা।
advertisement
5/6
পারিশ্রমিক পাচ্ছে ওরা। সকলের অফুরন্ত ভালবাসা৷ বিধায়ক মেয়র পরিষদ দেবাশিস কুমারও হাত লাগলেন ওদের সঙ্গে। আনুষ্ঠানিক সূত্রপাত হল এভাবেই। দেবাশিস কুমার বললেন, অনুষ্ঠানের আসল সেলিব্রিটি ওরাই।
পারিশ্রমিক পাচ্ছে ওরা। সকলের অফুরন্ত ভালবাসা৷ বিধায়ক মেয়র পরিষদ দেবাশিস কুমারও হাত লাগলেন ওদের সঙ্গে। আনুষ্ঠানিক সূত্রপাত হল এভাবেই। দেবাশিস কুমার বললেন, অনুষ্ঠানের আসল সেলিব্রিটি ওরাই।
advertisement
6/6
শহর কলকাতায় নতুন বছর ২০২৬-এর শুরুটা হল একটু অন্যরকম ভাবে৷
শহর কলকাতায় নতুন বছর ২০২৬-এর শুরুটা হল একটু অন্যরকম ভাবে৷
advertisement
advertisement
advertisement