অবশেষে বৈশাখী 'সুস্থ', শোভন-সঙ্গে সোমবারের মিছিল ঘিরেই বুক বাঁধছে বিজেপি
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
সেই সোম হয়নি তো কী! এই সোমবার গেরুয়া ঝাণ্ডা হাতে পথে নামছেন শোভন। থাকবেন বৈশাখীও বন্দ্যোপাধ্যায়ও।
সেই সোম হয়নি তো কী! এই সোমবার গেরুয়া ঝাণ্ডা হাতে পথে নামছেন শোভন। সমস্ত বিতর্কের শেষে সোমবারই শহরে শোভন চট্টোপাধ্যায়ের কামব্যাক র্যালি। গোলপার্ক থেকে সেলিমপুর, বিজেপির মিছিলে থাকবেন বৈশাখীও বন্দ্যোপাধ্যায়ও। আগেও ছিল বিপুল আয়োজন ৷ কিন্তু কানন-বৈশাখীর অনুপস্থিতি নিয়ে প্রবল অস্বস্তিতে পড়ে বিজেপি ৷ দিন কয়েকের টানাপোড়েন শেষে নতুন করে কর্মসূচি ঘোষণা ৷ তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
কথা ছিল ৪ জানুয়ারি রাজনীতিতে গ্র্যান্ড রি-এন্ট্রি হবে শোভন চট্টোপাধ্যায়ের। বিজেপির হয়ে প্রথমবার রাস্তায় নামবেন। সেই মিছিলে সঙ্গে থাকার কথা ছিল কৈলাস বিজয়বর্গীয়- মুকুল রায়দের। সেদিনই বিজেপির হয়ে রাস্তায় নামার কথাছিল দলের নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে যায় রাজনীতিতে শোভনের কামব্যাক। ঘনিষ্ঠমহলে তেমনটাই জানিয়েছেন, বিজেপি নেতা। তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement
শোভনের নজরে ৫১ টি আসন ৷ মোট ৫১টি বিধানসভা কেন্দ্র নিয়ে বিজেপির কলকাতা জোন ৷ জোনে দক্ষিণ ২৪ পরগনার ৩১, কলকাতার ১১ এবং উত্তর ২৪ পরগনার ৯ আসন ৷ এরমধ্যে ২০১৬-র বিধানসভা ভোটে ৪৭ আসনে জেতে তৃণমূল ২০১৯-র লোকসভা ভোটের নিরিখে দক্ষিণ ২৪ পরগনার সব আসনে এগিয়ে তৃণমূল ৷ কলকাতায় ৮ আসনে এগিয়ে তৃণমূল, ৩ আসনে বিজেপি ৷ উত্তর ২৪ পরগনার ৯ আসনের মধ্যে ২ আসনে বিজেপি এগিয়ে ছিল ৷ ২ বিধায়ক শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত এখন বিজেপি নেতা ৷ কলকাতার প্রাক্তন মেয়র শোভন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতিও ছিলেন কলকাতার জোনের কমপক্ষে অর্ধেক আসন জেতার টার্গেটে নামছে বিজেপি ৷ তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement