বৈশাখীকে নিয়ে সোজাসাপটা, 'লুকিয়ে কোনও কাজ করিনি', বললেন শোভন চট্টোপাধ্যায়

Last Updated:
1/5
মেয়র পদ থেকে ইস্তফা শোভন চট্টোপাধ্যায়ের ৷ দিনের পর দিন কাজে গাফিলতি ৷ মন নেই কাজে ৷ এমনই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ যার জেরে দু’দিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ‘ধমক’খান শোভন চট্টোপাধ্যায় ৷ প্রথমে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৷ তারপর মেয়রের পদ থেকেও পদত্যাগ করলেন শোভন ৷ নতুন বন্ধু বৈশাখী নিয়েও উঠে এসেছে নানা অভিযোগ ৷ শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীও খুল্লম খুল্লা এই নিয়ে মুখ খুলেছেন ৷ Photo Collected
মেয়র পদ থেকে ইস্তফা শোভন চট্টোপাধ্যায়ের ৷ দিনের পর দিন কাজে গাফিলতি ৷ মন নেই কাজে ৷ এমনই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ যার জেরে দু’দিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ‘ধমক’খান শোভন চট্টোপাধ্যায় ৷ প্রথমে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৷ তারপর মেয়রের পদ থেকেও পদত্যাগ করলেন শোভন ৷ নতুন বন্ধু বৈশাখী নিয়েও উঠে এসেছে নানা অভিযোগ ৷ শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীও খুল্লম খুল্লা এই নিয়ে মুখ খুলেছেন ৷ Photo Collected
advertisement
2/5
তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের শুভানুধ্যায়ী বলেই বারবার উল্লেখ করেছেন শোভন ৷ 'রত্নাও বৈশাখীর সঙ্গে আলোচনা করতেন' ৷ পারিবারিক বিষয়টি আদালতের বিচারাধীন, তবে তাঁর ব্যক্তিগত জীবনের প্রভাব কখনই কাজে পরেনি বলেই জানিয়েছেন তিনি ৷ Photo Collected
তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের শুভানুধ্যায়ী বলেই বারবার উল্লেখ করেছেন শোভন ৷ 'রত্নাও বৈশাখীর সঙ্গে আলোচনা করতেন' ৷ পারিবারিক বিষয়টি আদালতের বিচারাধীন, তবে তাঁর ব্যক্তিগত জীবনের প্রভাব কখনই কাজে পরেনি বলেই জানিয়েছেন তিনি ৷ Photo Collected
advertisement
3/5
প্রায় বছর দেড়ের আগে আলাপ হয় শোভন-বৈশাখীর ৷ জানা যায়, এক আইনজীবীর মাধ্যমেই কাছাকাছি আসেন দু’জনে ৷ টাকা পয়সার হিসেব রাখাতে শোভন চট্টোপাধ্যায়কে সাহায্য করেন বৈশাখী ৷ ধীরে ধীরে দু’জনের মধ্য ঘনিষ্ঠতা তৈরি হয় ৷ চিকিৎসার কারণে লন্ডনে যান শোভন স্ত্রী রত্না ৷ শোভনের বাড়িতে আসেন বৈশাখী ৷ আরও কাছাকাছি আসেন দু’জনে ৷ লন্ডন থেকে রত্না ফিরলেই বিবাহ বিচ্ছেদের মামলা করেন শোভন ৷ Photo Collected
প্রায় বছর দেড়ের আগে আলাপ হয় শোভন-বৈশাখীর ৷ জানা যায়, এক আইনজীবীর মাধ্যমেই কাছাকাছি আসেন দু’জনে ৷ টাকা পয়সার হিসেব রাখাতে শোভন চট্টোপাধ্যায়কে সাহায্য করেন বৈশাখী ৷ ধীরে ধীরে দু’জনের মধ্য ঘনিষ্ঠতা তৈরি হয় ৷ চিকিৎসার কারণে লন্ডনে যান শোভন স্ত্রী রত্না ৷ শোভনের বাড়িতে আসেন বৈশাখী ৷ আরও কাছাকাছি আসেন দু’জনে ৷ লন্ডন থেকে রত্না ফিরলেই বিবাহ বিচ্ছেদের মামলা করেন শোভন ৷ Photo Collected
advertisement
4/5
তাঁর ও বৈশাখীর সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হতে থাকে ৷ তবে শোভন জানিয়ে দেন, যে বিপদের সময় বৈশাখী তাঁর পাশে ছিলেন ৷ তাই বিপদের দিনের সাথীকে তিনি ছাড়তে পারবেন না ৷ Photo Collected
তাঁর ও বৈশাখীর সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হতে থাকে ৷ তবে শোভন জানিয়ে দেন, যে বিপদের সময় বৈশাখী তাঁর পাশে ছিলেন ৷ তাই বিপদের দিনের সাথীকে তিনি ছাড়তে পারবেন না ৷ Photo Collected
advertisement
5/5
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানিয়েছেন যে কখনও লুকিয়ে কোন কাজ করেননি তিনি ৷ সর্বক্ষণ পুরসভার কাজ তদারকি করেছেন বলে শোভনের দাবি ৷ এরপর কী হবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ৷ সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে সেটা সময়ই বলবে ৷ তবে বৃস্পতিবারের দলের বৈঠকে ডাক পাননি শোভন ৷ Photo Collected
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানিয়েছেন যে কখনও লুকিয়ে কোন কাজ করেননি তিনি ৷ সর্বক্ষণ পুরসভার কাজ তদারকি করেছেন বলে শোভনের দাবি ৷ এরপর কী হবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ৷ সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে সেটা সময়ই বলবে ৷ তবে বৃস্পতিবারের দলের বৈঠকে ডাক পাননি শোভন ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement