শান্তিনিকেতনের শ্যামবাটিতে খেয়া আজ শূন্য। খাঁ খাঁ করছে বিশাল বাড়িটা। পড়ে রয়েছে তাঁর গাড়ি। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আজ শোকের ছায়া বোলপুরে। লোকসভার অধ্যক্ষ পদ থেকে অবসরের পর স্ত্রীকে নিয়ে এখানেই থাকতেন সোমনাথ চট্টোপাধ্যায়। অবসর নেওয়ার দু’বছর আগে শ্যামবাটিতে এই বাড়ি তৈরি করান বোলপুরের প্রাক্তন সাংসদ।নাম দেন খেয়া। ধুলো জমা টেবিল, প্রিয় চেয়ারে স্মৃতির প্রলেপ। সোমনাথ চট্টোপাধ্যায়ের ফাঁকা ঘরে তাঁর আর্কাইভ আজ থেকে শুধুই স্মৃতি। প্রতিবেশী ও বন্ধু প্রাক্তন অধ্যাপক স্বপন মুখোপাধ্যায়ের কাছেই থাকত বাড়ির চাবি। খেয়ার দেখাশোনা করতেন তিনি। গত কয়েকদিন ধরেই বন্ধুর জন্য বাড়ছিল উৎকণ্ঠা। আজ সকালে খবর পাওয়ার পর কত স্মৃতি ভিড় করে আসছে মনে।