SIR in West Bengal: শুরু হয়ে গিয়েছে এসআইআর, মঙ্গলবার থেকেই বাড়ি-বাড়ি যাবেন বিএলও-রা!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SIR in West Bengal: ৪ নভেম্বর থেকে কমিশনের নিযুক্ত বিএলও-রা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন।
advertisement
৪ নভেম্বর থেকে কমিশনের নিযুক্ত বিএলও-রা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। প্রতিটা বুথ বা ভোটকেন্দ্রে বিএলও-দের সঙ্গে থাকবেন বিএলএ-রাও, যাতে গোটা প্রক্রিয়ার উপর সমস্ত রাজনৈতিক দল নজর রাখতে পারে। বিএলও যখনই কারও বাড়িতে যাবেন, তখন সঙ্গে থাকবেন দলের নিযুক্ত বিএলএ-২। কোনও ভুলভ্রান্তি দেখলেই তা ধরিয়ে দেবেন তাঁরা।
advertisement
advertisement
উল্লেখ্য, দলের প্রায় ১৮ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক। আহ্বান জানিয়েছিলেন, আগামী কয়েক মাস কমিশন নির্বাচিত বিএলও-কে সারা ক্ষণ নজরের মধ্যে রাখতে হবে। সর্বক্ষণ বিএলও-দের সঙ্গে থেকে কাজ করতে হবে বিএলএ-দের, যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।
advertisement
advertisement
গত ২৮ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজ। একই দিনে শুরু হয়েছে বিএলওদের প্রশিক্ষণও। আগামী ৩ নভেম্বর পর্যন্ত তা চলবে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন।
advertisement
