Singer KK Died: হলে লোক বেশি থাকায় দমবন্ধ পরিবেশ ছিল! নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কেকে!

Last Updated:
Singer KK Died: হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন কেকে।
1/6
সুরের শহর, প্রাণের শহর, গানের শহর কলকাতা। আর এই শহরে এসেই কি না আর বাড়ি ফিরবেন না জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে!
সুরের শহর, প্রাণের শহর, গানের শহর কলকাতা। আর এই শহরে এসেই কি না আর বাড়ি ফিরবেন না জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে!
advertisement
2/6
নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্কসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্কসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
3/6
বাচিক শিল্পীদের দাবি, এদিন হলে ক্যাপাসিটির থেকেও বেশি লোক ঢুকে পড়েছিল। দমবন্ধ পরিবেশ তৈরী হয়েছিল।
বাচিক শিল্পীদের দাবি, এদিন হলে ক্যাপাসিটির থেকেও বেশি লোক ঢুকে পড়েছিল। দমবন্ধ পরিবেশ তৈরী হয়েছিল।
advertisement
4/6
নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থতা বোধ করেন বলে খবর। নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কে কে। ফিরে যান হোটেলে।
নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থতা বোধ করেন বলে খবর। নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কে কে। ফিরে যান হোটেলে।
advertisement
5/6
এদিন সন্ধ্যা ৬ টায় ছাত্রদের প্রবেশের সময় হুরোহুরি হয় বলে খবর। তবে তখনও কেকে  সেখানে আসেনি।
এদিন সন্ধ্যা ৬ টায় ছাত্রদের প্রবেশের সময় হুরোহুরি হয় বলে খবর। তবে তখনও কেকে সেখানে আসেনি।
advertisement
6/6
পুলিশ সূত্রে খবর, হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন কেকে। স্টেজে থাকাকালীন অস্বস্তি বোধ করছিলেন বলে অনেকে জানিয়েছেন। তাই বারবার স্পটলাইট বন্ধ করতেও বলছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন কেকে। স্টেজে থাকাকালীন অস্বস্তি বোধ করছিলেন বলে অনেকে জানিয়েছেন। তাই বারবার স্পটলাইট বন্ধ করতেও বলছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement