দেওয়ালির মুখে সুখবর! হুড়মুড়িয়ে পড়তে থাকা বাজার এখন ছুটছে

Last Updated:
1/5
 দেওয়ালির মুখেই সুখবর। হুড়মুড়িয়ে পড়তে থাকা বাজার গত সোমবার লাফাল প্রায় ৭১৮ পয়েন্ট। শুক্রবার ৫৮০ পয়েন্ট। সারা সপ্তাহের ওঠানামা ধরে উত্থান মোট ৯৪৪। যে সেনসেক্স ৩৩ হাজারে নামবে কি না ভেবে আশঙ্কায় ছিল বাজার, সে ফের ঢুকে পড়ল ৩৫ হাজারের ঘরে।  Photo Source: Collected
দেওয়ালির মুখেই সুখবর। হুড়মুড়িয়ে পড়তে থাকা বাজার গত সোমবার লাফাল প্রায় ৭১৮ পয়েন্ট। শুক্রবার ৫৮০ পয়েন্ট। সারা সপ্তাহের ওঠানামা ধরে উত্থান মোট ৯৪৪। যে সেনসেক্স ৩৩ হাজারে নামবে কি না ভেবে আশঙ্কায় ছিল বাজার, সে ফের ঢুকে পড়ল ৩৫ হাজারের ঘরে। Photo Source: Collected
advertisement
2/5
 যে নিফ্‌টির ১০ হাজারের নীচে তলিয়ে যাওয়ার ভয় ছিল লগ্নিকারীদের মনে, সপ্তাহ শেষে তা-ও পৌঁছল ১০,৫৫৩ অঙ্কে। কিন্তু হঠাৎ করে বাজারের এই ভোল বদল হল কেন ? রয়েছে বেশ কতগুলো কারণ ! যেমন-- Photo Source: Collected
যে নিফ্‌টির ১০ হাজারের নীচে তলিয়ে যাওয়ার ভয় ছিল লগ্নিকারীদের মনে, সপ্তাহ শেষে তা-ও পৌঁছল ১০,৫৫৩ অঙ্কে। কিন্তু হঠাৎ করে বাজারের এই ভোল বদল হল কেন ? রয়েছে বেশ কতগুলো কারণ ! যেমন-- Photo Source: Collected
advertisement
3/5
ব্যাঙ্ক নয় এমন যে সব আর্থিক সংস্থা (এনবিএফসি) নগদের অভাবে দুর্বল হয়ে পড়েছে, তাদের টাকা জোগাতে পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক । সহজে ব্যবসার (ইজ অব ডুয়িং বিজনেস) মাপকাঠিতে ১৯০টি দেশের মধ্যে ভারত ২৩ ধাপ উঠে বর্তমানে ৭৭ নম্বরে । Photo Source: Collected
ব্যাঙ্ক নয় এমন যে সব আর্থিক সংস্থা (এনবিএফসি) নগদের অভাবে দুর্বল হয়ে পড়েছে, তাদের টাকা জোগাতে পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক । সহজে ব্যবসার (ইজ অব ডুয়িং বিজনেস) মাপকাঠিতে ১৯০টি দেশের মধ্যে ভারত ২৩ ধাপ উঠে বর্তমানে ৭৭ নম্বরে । Photo Source: Collected
advertisement
4/5
অক্টোবরের জিএসটি আদায়ের ফলে ১ লক্ষ কোটি টাকা ছাড়ানো গিয়েছে । বিশ্ব বাজারে অশোধিত তেলের দামও কমেছে বেশ কিছুটা। পাশাপাশি ইরান থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প প্রশাসন আপাতত ভারতকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  Photo Source: Collected
অক্টোবরের জিএসটি আদায়ের ফলে ১ লক্ষ কোটি টাকা ছাড়ানো গিয়েছে । বিশ্ব বাজারে অশোধিত তেলের দামও কমেছে বেশ কিছুটা। পাশাপাশি ইরান থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প প্রশাসন আপাতত ভারতকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। Photo Source: Collected
advertisement
5/5
কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কাজিয়ার মধ্যেই শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতা জরুরি বলে বিবৃতি জারি করেছে অর্থমন্ত্রী।  Photo Source: Collected
কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কাজিয়ার মধ্যেই শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতা জরুরি বলে বিবৃতি জারি করেছে অর্থমন্ত্রী। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement