Durga Puja 2023 Ahiritola: গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে প্যান্ডেল, আহিরিটোলার পুজোর ছবিতে চোখ ধাঁধিয়ে যাবে, ঘরে বসেই দেখুন

Last Updated:
Durga Puja 2023 Ahiritola: ৮৪ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হতে চলেছেন। বহু প্রবীণ-নবীন যুবক যুবতীর অক্লান্ত প্রচেষ্টায় ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’ এক নবদিগন্তের দিকে এগিয়ে চলে।
1/6
‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ’, যা নতুন রূপে বারবার ফিরে আসে তার সম্পর্কেই তো এমন কথা বলা যোয়। এমনই এক বিষয় নিয়ে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এ বছরের পুজোর থিম ‘অবিনশ্বর’– আদি অজ অক্ষয়, অথাৎ যাঁর বিনাশ নেই।
‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ’, যা নতুন রূপে বারবার ফিরে আসে তার সম্পর্কেই তো এমন কথা বলা যোয়। এমনই এক বিষয় নিয়ে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এ বছরের পুজোর থিম ‘অবিনশ্বর’– আদি অজ অক্ষয়, অথাৎ যাঁর বিনাশ নেই।
advertisement
2/6
যিনি চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এবছর মণ্ডপ তৈরি হয়েছে গুজরাতের সোমনাথ মন্দিরের অনুপ্রেরণায়। শিবের ১০৮ নাম ও শিবের স্রোত দিয়ে সাজানো হয়েছে এবছরের মণ্ডপ।
যিনি চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এবছর মণ্ডপ তৈরি হয়েছে গুজরাতের সোমনাথ মন্দিরের অনুপ্রেরণায়। শিবের ১০৮ নাম ও শিবের স্রোত দিয়ে সাজানো হয়েছে এবছরের মণ্ডপ।
advertisement
3/6
স্বাধীন ভারতে এই মন্দির নির্মিত হয় এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায়। সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে আবার নতুন রূপ দেওয়া হয় এই মন্দিরকে। যে মন্দির আজও স্বযত্নে রক্ষিত রয়েছে।
স্বাধীন ভারতে এই মন্দির নির্মিত হয় এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায়। সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে আবার নতুন রূপ দেওয়া হয় এই মন্দিরকে। যে মন্দির আজও স্বযত্নে রক্ষিত রয়েছে।
advertisement
4/6
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এই পূজায় শিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বকে মাথায় রেখে এবছর মণ্ডপের বিষয়ে ভাবনা ও সজ্জা যথাসম্ভব শিবময় করে তোলা হয়েছে।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এই পূজায় শিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বকে মাথায় রেখে এবছর মণ্ডপের বিষয়ে ভাবনা ও সজ্জা যথাসম্ভব শিবময় করে তোলা হয়েছে।
advertisement
5/6
১৯৪০ সালের পুণ্য তিথিতে ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’-র মাতৃবন্দনার সূচনা হয়। আজ তাঁরা ৮৪ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হতে চলেছেন। বহু প্রবীণ-নবীন যুবক যুবতীর অক্লান্ত প্রচেষ্টায় ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’ এক নবদিগন্তের দিকে এগিয়ে চলে।
১৯৪০ সালের পুণ্য তিথিতে ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’-র মাতৃবন্দনার সূচনা হয়। আজ তাঁরা ৮৪ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হতে চলেছেন। বহু প্রবীণ-নবীন যুবক যুবতীর অক্লান্ত প্রচেষ্টায় ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’ এক নবদিগন্তের দিকে এগিয়ে চলে।
advertisement
6/6
বর্তমানে এই শারদোৎসবের কান্ডারী হলেন শ্রী সুশান্ত কুমার সাহা। তাঁর নির্দেশনায় উত্তর কলকাতার বুকে শারদোৎসবের এক নব দিগন্তের উন্মোচিত হয়েছে। উদ্যোক্তাদের আশা, আগামী প্রজন্ম তাঁদের পূর্বসূরীর পদাঙ্ক অনুসরণ করে চলবে।
বর্তমানে এই শারদোৎসবের কান্ডারী হলেন শ্রী সুশান্ত কুমার সাহা। তাঁর নির্দেশনায় উত্তর কলকাতার বুকে শারদোৎসবের এক নব দিগন্তের উন্মোচিত হয়েছে। উদ্যোক্তাদের আশা, আগামী প্রজন্ম তাঁদের পূর্বসূরীর পদাঙ্ক অনুসরণ করে চলবে।
advertisement
advertisement
advertisement