'মিস্টার ব্যালট বক্স!' টিকিটে লেখা হয় এমনই নাম। আর তার জন্য বরাদ্দ একটি আলাদা আসনও। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স একেবারে রাজকীয় নিরাপত্তায় বিভিন্ন রাজ্য থেকে পৌঁছয় দিল্লিতে, নিয়মটা এমনই। মঙ্গলবার সেই নিয়ম মেনে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল এ রাজ্যের ব্যালট বাক্স। (তথ্য ও ছবি - অনুপ চক্রবর্তী)