*প্রসঙ্গত, শিয়ালদহ দেশের বোধহয় একমাত্র স্টেশন, যা উদ্বোধনের আগেই কো-ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল। অবশেষে আজ সেই স্টেশনের উদ্বোধন হতে চলেছে। সাধারণ যাত্রীরা স্টেশনের পরিচয় শিয়ালদহ হিসাবে দিলেও, রেলের খাতায় এই স্টেশন DTDC শিয়ালদহ মেট্রো স্টেশন হিসাবেই পরিচিত হয়ে যাচ্ছে (Sealdah Metro Station)।