Sealdah Metro|| উদ্বোধনের দিন সেজে উঠেছে শিয়ালদহ মেট্রো স্টেশন? কেমন লাগছে দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sealdah metro station in Photos: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আজ উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
*দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আজ উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
advertisement
*আজ সোমবার বিকেলে শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন হলেও, মেট্রোর বাণিজ্যিক যাত্রা শুরু হবে আগামী বৃহস্পতিবার। সাধারণত মেট্রো স্টেশন যে দিন উদ্বোধন হয়, তার পরের দিন থেকেই শুরু হয়ে যায় যাত্রী চলাচল।
advertisement
*দিনে ১০০ মেট্রো চলবে। এতদিন পর্যন্ত মেট্রো চলত সকাল আট'টা থেকে সন্ধ্যা সাড়ে সাত'টা পর্যন্ত৷ সিদ্ধান্ত হয়েছে মেট্রো চলবে সকাল সাত'টা থেকে রাত সাড়ে ন'টা পর্যন্ত।
advertisement
advertisement
*প্রসঙ্গত, শিয়ালদহ দেশের বোধহয় একমাত্র স্টেশন, যা উদ্বোধনের আগেই কো-ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল। অবশেষে আজ সেই স্টেশনের উদ্বোধন হতে চলেছে। সাধারণ যাত্রীরা স্টেশনের পরিচয় শিয়ালদহ হিসাবে দিলেও, রেলের খাতায় এই স্টেশন DTDC শিয়ালদহ মেট্রো স্টেশন হিসাবেই পরিচিত হয়ে যাচ্ছে (Sealdah Metro Station)।
advertisement
*স্টেশন উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশন বেসরকারি সংস্থার মাধ্যমে ব্র্যান্ডিং করতে চেয়েছিল রেল। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকার দিতে চায় রেল। এই বিষয়ে প্রকাশ করা হয়েছিল টেন্ডার।
advertisement
*শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসে গিয়েছে ওই কর্পোরেট সংস্থার নাম। থাকছে তাদের কিয়স্ক। এ ছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হয়েছে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক,দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকে।
advertisement
*যেখানেই শিয়ালদহ নাম লেখা থাকবে, সেখানেই ব্যবহৃত হবে সংস্থার নাম। ব্যবহার করা যাবে সংস্থার লোগোও।
advertisement
*উল্লেখ্য, একদিকে ফুলবাগান, অন্যদিকে এসপ্ল্যানেড। দুই স্টেশনেরই দূরত্ব দু’কিলোমিটারের বেশি। যে কারণে শিয়ালদহ থেকে একটা স্টেশন যেতে গেলেও খরচ হবে দশ টাকা। সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা।
advertisement
*ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে শিয়ালদহ অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। সেই কারণেই যাত্রীদের ভিড় সামলাতে ও তাঁদের সুরক্ষার কথা ভেবে শিয়ালদহ স্টেশনে বিশেষ প্ল্যাটফর্ম রাখা হয়েছে। যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার।
advertisement