এই উত্তর খুঁজতে পেনসিলভিনিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল বৈজ্ঞানিক একটি গবেষণা চালান, যার বিষয়বস্তু ছিল, এটাই খতিয়ে দেখা কেন হাতের তালু ও পায়ের পাতায় চুল বা লোম গজায় না! পরীক্ষায় দেখা যায়, হাতের তালু ও পায়ের পাতায় থাকে একটি প্রাকৃতিক ইনহিবিটর যা WNT signalling pathway-কে আটকে দেয়। এই WNT signalling pathway-ই শরীরে লোম গজানো নিয়ন্ত্রণ করে এবং হেয়ার ফলিকল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।