Scientific Facts:কেন বলুন তো আমাদের পায়ের পাতা আর হাতের তালুতে লোম গজায় না? জানুন বৈজ্ঞানিক কারণ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আমাদের সারা শরীরে লোম গজায়, কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন হাতের তালু এবং পায়ের পাতায় কখনও লোম বা চুল গজায় না? জানুন কী বলছেন বৈজ্ঞানিকরা
advertisement
এই উত্তর খুঁজতে পেনসিলভিনিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল বৈজ্ঞানিক একটি গবেষণা চালান, যার বিষয়বস্তু ছিল, এটাই খতিয়ে দেখা কেন হাতের তালু ও পায়ের পাতায় চুল বা লোম গজায় না! পরীক্ষায় দেখা যায়, হাতের তালু ও পায়ের পাতায় থাকে একটি প্রাকৃতিক ইনহিবিটর যা WNT signalling pathway-কে আটকে দেয়। এই WNT signalling pathway-ই শরীরে লোম গজানো নিয়ন্ত্রণ করে এবং হেয়ার ফলিকল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
advertisement
advertisement
advertisement