Samik Bhattacharya: বিজেপির নতুন সেনাপতি হয়েই বিস্ফোরক শমীক ভট্টাচার্য, যা বললেন 'রাজ্য সভাপতি'...!
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Samik Bhattacharya: ছাব্বিশের লড়াইয়ে বিজেপির নতুন সেনাপতি শমীক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচিত শমীক ভট্টাচার্য। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হল শমীক ভট্টাচার্যের হাতে।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনও আসন নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। এই লড়াই সহজ ছিল না। ১% ছিল ভোট শতাংশ। তৃণমূলের বিসর্জন নিশ্চিত এরাজ্যে। বাংলার মানুষ মেধা চায়, ঘরে থাকতে চায়। বাংলায় প্রতারিত হয়েছে মেধা। আমরা সঙ্গে আছি আপনাদের। বাংলায় মেধা প্রতারিত হবে না কেউ পরিযায়ী শ্রমিক হবে না এই সংকল্প বিজেপির।"
advertisement
advertisement
advertisement









