Sanjay Roy: আরজি কর কাণ্ডে ধৃতের দাঁত পরীক্ষা করতে গিয়ে ফরেন্সিক আঁতকে উঠল, এক কাপড়ে থাকা সঞ্জয়কে কে দিল পোশাক

Last Updated:
RG Kar Hospital: চিকিৎসক হত্যা ও ধর্ষণ কাণ্ডে অভিযোগে ধৃত সঞ্জয় রাইকে অস্বীকার করেছে পরিবার, তবুও জেলে কে নতুন দুটো জামা দিল তাকে...
1/5
: গত ৯ আগস্ট আরজি করের সেমিনার রুম থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। এরপরের দিন সঞ্জয় রাইকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা। ধরা পড়ার সময় তার পরনে ছিল একটি টি-শার্ট ও বারমুডা। 
: গত ৯ আগস্ট আরজি করের সেমিনার রুম থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। এরপরের দিন সঞ্জয় রাইকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা। ধরা পড়ার সময় তার পরনে ছিল একটি টি-শার্ট ও বারমুডা। 
advertisement
2/5
ওই পোশাকেই সে প্রথম কয়েকদিনের জন‌্য পুলিশের হেফাজতে ছিল। এরপর সেই একই পোশাকে যে যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে। তারপর আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে যান সঞ্জয়।
ওই পোশাকেই সে প্রথম কয়েকদিনের জন‌্য পুলিশের হেফাজতে ছিল। এরপর সেই একই পোশাকে যে যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে। তারপর আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে যান সঞ্জয়।
advertisement
3/5
শেষ পর্যন্ত সঞ্জয়ের এক পরিচিত বিষয়টি জানতে পেরে দু’টি জামা ও দু’টি ট্রাউজার কিনে কারা আধিকারিকদের দেন। জেলের নিয়ম মেনেই নতুন পোশাক সঞ্জয় রাইয়ের হাতে তুলে দেওয়া হয়। কারা দফতরের নিয়মানুযায়ী তা পালন করা হয়।
শেষ পর্যন্ত সঞ্জয়ের এক পরিচিত বিষয়টি জানতে পেরে দু’টি জামা ও দু’টি ট্রাউজার কিনে কারা আধিকারিকদের দেন। জেলের নিয়ম মেনেই নতুন পোশাক সঞ্জয় রাইয়ের হাতে তুলে দেওয়া হয়। কারা দফতরের নিয়মানুযায়ী তা পালন করা হয়।
advertisement
4/5
প্রসঙ্গত, প্রেসিডেন্সি জেলের ভিতর সঞ্জয়ের দাঁতের ফরেনসিক পরীক্ষা করাতে গিয়ে রীতিমতো নাক সিঁটকোতে হয় সিবিআই আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত, প্রেসিডেন্সি জেলের ভিতর সঞ্জয়ের দাঁতের ফরেনসিক পরীক্ষা করাতে গিয়ে রীতিমতো নাক সিঁটকোতে হয় সিবিআই আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের।
advertisement
5/5
বাড়ির লোক মুখ ফিরিয়েছে তাই আপাতত ভরসা সেই পরিচিতর দিয়ে যাওয়া জামা-কাপড়। Input- Abir Ghosal
বাড়ির লোক মুখ ফিরিয়েছে তাই আপাতত ভরসা সেই পরিচিতর দিয়ে যাওয়া জামা-কাপড়। Input- Abir Ghosal
advertisement
advertisement
advertisement